
রাসুলের যুগে নারী স্বাধীনতা (৩য় খণ্ড)
মিসরের খ্যাতনামা পণ্ডিত, গবেষক ও লেখক আবদুল হালীম আবু শুক্কাহর ২০ বছরের সাধনার ফসল প্রায় ৩ হাজার পৃষ্ঠার অসাধারণ গ্রন্থটি ছয় খণ্ডে সমাপ্ত হয়। মূল গ্রন্থটির প্রকাশনা শুরু হয় ১৯৯২ সালে। গ্রন্থটি মুসলিম বিশ্বে নারীদের মধ্যে ইসলামী শরীয়তের বিধানের আওতায় অবস্থান করে ইসলামী সমাজ গঠন ও বিশ্বে ইসলামকে বিজয়ী শক্তিরূপে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নতুন প্রেরণা ও প্রাণ চাঞ্চল্য সৃষ্টিতে সক্ষম হয়েছে।
গ্রন্থটি প্রকাশিত হবার পর যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়। শিক্ষিত মুসলিম মেয়েদের যে অংশটি সমাজের বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করতে চান আবার ইসলামী শরীয়তের সীমানার মধ্যেও অবস্থান করতে চান তাদের জন্য গ্রন্থটি নতুন পথের দিশা দেয়। যারা শরীয়তের সীমানাকে অস্বাভাবিক, অসহনীয় মনে করে তা এড়িয়ে চলতে চাইতেন তারাও দেখেন শরীয়ত তাদের ওপর দুঃসহ বোঝা চাপিয়ে দিয়ে তাদেরকে মানবেতর জীবন যাপনে বাধ্য করেনি। বরং আল কুরআন ও বুখারী-মুসলিমের সহী হাদীসের মাধ্যমে তার নবী সা. এর নিকট থেকে একটি স্বাভাবিক ও প্রকৃতি-সম্মত পথের সন্ধান পান।
রসূলের যুগে নারী স্বাধীনতা গ্রন্থটি ইনশাআল্লাহ আধুনিক মুসলিম সমাজ পুনরগঠনে মুসলিম নারীদের ভূমিকার ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখবে। এমন এক সময় লেখক গ্রন্থটি রচনা করেন যখন পাশ্চাত্যবাদ মুসলিম সমাজে ফাটল সৃষ্টি করেছে। মুসলিম নারী সমাজের শিক্ষিত অংশটি পাশ্চাত্য জীবন ধারা ও সমাজ দর্শনের স্রোতে প্রবাহিত হয়ে গেছে। এ অবস্থায় আবদুল হালীম আবু শুক্কাহ ইসলামী বিধানের ক্ষেত্রে যে নতুন চিন্তার দুয়ার খুলে দিয়েছেন তা সামাজিক পুনরগঠনে অনেক সহায়ক হবে বলে আশা করা যায়।
মূল্যবান গ্রন্থখানায় নারী অধিকার সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে ইসলামের ভূমিকা এবং গৃহে, সমাজ ক্ষেত্রে ও সমগ্র জীবন অঙ্গনে নারীর অবস্থান এখানে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মুসলিম নারীর সমস্যা সংক্রান্ত এ বইটি মূলত লেখকের দীর্ঘদিনের সাধনার ফল। এ বইটি লিখতে গিয়ে লেখক নারী অধিকার সংক্রান্ত কুরআন ও হাদীসে এমন অনেক দলীল-প্রমাণ দেখতে পেয়েছেন আমাদের সমাজে মুসলমানরা যার ঠিক বিপরীত আমল করে যাচ্ছে।
শুধু তাই নয়, এ বিকৃত চিন্তাধারার উপর তারা কঠোরভাবে প্রতিষ্ঠিত রয়েছে। এ অবস্থায় লেখক সমাজে প্রচলিত এসব ধ্যান-ধারণা ও বিশ্বাসের সাথে কুরআন ও হাদীসে উল্লিখিত দলীল-প্রমাণাদির যতই তুলনামূলক অধ্যয়ন করেছেন, ততই প্রচলিত ধ্যান-ধারণার অসারতা তাঁর সামনে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থেকেছে। ততই ইসলামে নারীর মর্যাদা এবং পারিবারিক ও সমাজ জীবনে মুসলিম নারীর গৌরবময় ভূমিকা তাঁর চোখে ভেসে উঠেছে।
- নাম : রাসুলের যুগে নারী স্বাধীনতা (৩য় খণ্ড)
- লেখক: আবদুল হালীম আবু শুককাহ
- অনুবাদক: আবদুল মান্নান তালিব
- প্রকাশনী: : বিআইআইটি পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 290
- ভাষা : bangla
- ISBN : 9847010300239
- বান্ডিং : paperback
- শেষ প্রকাশ (2) : 2011