ডিসেম্বরের শহরে
পিংক এজড ভার্সন, স্পেশাল বুকমার্ক, স্পেশাল আকাশ-নীলা চিঠি ফ্রি।
আকাশ যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাকে শাড়িতে এক টুকরো মেঘের মতো মনে হচ্ছে। সন্ধ্যার আলো এসে পড়েছে নীলার মুখে। কী স্নিগ্ধ। আকাশ জানে না, সে কাঁদছে। তার অজান্তেই চোখে পানি চলে এসেছে। সে নীলার চলে যাওয়া মেনে নিতে পারছে না। সে কী বলবে?
নীলাকে সে কেন ডেকেছে? আকাশের ভাবনা ক্রমশ এলোমেলো হতে থাকে। যা বলতে চেয়েও বলা যায় না, সে কথা রেখে অন্য কথা বলতে গেলে মানুষ হকচকিয়ে যায়। আকাশ কী বলবে ভেবে না পেয়ে তার মনের সমস্ত কথা কবিতার মতো করে বলতে লাগল—
তোমাকে কেন এত মনে পড়ে?
কেন আমি তোমাকেই চাই?
তোমার সাথে কথা না বললে;
কেন আমার বুকের মধ্যে দুঃখ হয়?
তোমার কথা কেন ভাবী?
কেন তোমাকেই পেতে চাই?
তোমাকে না পেলে;
কেন আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়?
তুমি আমাকে বলবে?
কেন আমি তোমাকে এত ভালোবাসি?
আমি নিজের কাছে জানতে চেয়েছি;
কিন্তু সেও বলতে পারেনি!
- নাম : ডিসেম্বরের শহরে
- লেখক: সবুজ আহম্মদ মুরসালিন
- প্রকাশনী: : ভূমিপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 320
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





