
অচল পা
মাত্র আটচল্লিশ পৃষ্ঠার একটি উপন্যাস! খুব দীর্ঘ কোনো কাহিনির বর্ণনা নেই। কিন্তু উপন্যাসের যে ঘটনা তার ব্যাপকতা, বিশালতা অনেক। গতানুগতিক উপন্যাসের বাইরে গিয়ে একটা অন্যরকম মানবিক ভালোবাসার পবিত্র প্রকাশ ঘটেছে এ উপন্যাসের মধ্যে। উপন্যাসের নামকরণের মধ্যেই এর একটা ঈঙ্গিত পাওয়া যেতে পারে।
স.ম. শামসুল আলম একজন ব্যতিক্রমী চিন্তার মানুষ। তার লেখার মধ্যেও এর প্রভাব লক্ষ্য করা যায়। একজন লজিং মাস্টারের তার ছাত্রের বোনের সাথে সর্ম্পক তৈরি হয়। এটা খুব কমন একটা ঘটনা। কিন্তু অঘটনটা ঘটে অন্যভাবে। অর্থাৎ ছাত্র নাগিবের বোন এলিস একটি পঙ্গু মেয়ে। ছোটবেলায় টাইফয়েড জ্বরে তার দুটি পা শুকিয়ে অচল হয়ে যায়। ধনী বাবার ঘরে তার তেমন একটা সমস্যা হতো না। দুটি কাজের মেয়ে সব সময়ই তার দেখাশোনা করত। কিন্তু নিঃসঙ্গতা তাকে ঘিরে রাখত।
নাগিবের মাস্টারকে এলিসও মাস্টার সাহেব ডাকত। মাস্টার সাহেবের সাথে তার ধীরে ধীরে একটা প্রেমময় সম্পর্ক তৈরি হয়। মাস্টার এলিসাকে বিয়ে করে। কিন্তু মাস্টার সাহেবের সাথে সুহিতারও একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, যেটা আরও এগুলে প্রেম, বিয়ে হতে পারত।
সমাজ, পরিবার, ভবিষ্যৎ সব কিছুর চিন্তা দূরে ঢেলে মাস্টার সাহেব এলিসকে নিজের গ্রামে নিয়ে যায়। মাস্টার সাহেবের মা ছেলের এমন কাজ দেখে খুবই কষ্ট পান। গ্রামবাসীর বিষ্ময়, হাসাহাসি, ব্যঙ্গ বিদ্রæপের শেষ থাকে না। এসব মেনে নিয়ে এলিসকে ভালোবেসে সুখি রাখতে মাস্টার সাহেব সদা তৎপর। এ উপন্যাসটি পাঠ করতে করতে অশ্রæসিক্ত হতে হয়। প্রেমের যে মহৎ মাধুর্য তা অনুভব করা যায়।
- নাম : অচল পা
- লেখক: স. ম. শামসুল আলম
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- ভাষা : bangla
- ISBN : 9789849062363