
পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য
প্রাবন্ধিক ফাল্গুনী তানিয়ার উনিশটি প্রবন্ধ নিয়ে গ্রন্থিত পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য গ্রন্থটিতে কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা ছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সৈয়দ ওয়ালীউল্লাহ্, শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন নাসরীন জাহান, জাহিদ হায়দারসহ আরও দশজনের কথাসাহিত্য, একক কবিতা ও শিশুসাহিত্য সম্পর্কে বোধ ও চিন্তার কেন্দ্রে আলো ফেলে তার ভিত্তিতে অতীত ও সমকালের কাল-পরিধির পরিসরে অন্তর্দৃষ্টিময় পর্যালোচনা করা হয়েছে।
প্রবন্ধগুলো বর্ণনাত্মক রীতিতে লেখা হলেও প্রয়োজনে তুলনামূলক পদ্ধতিও ব্যবহৃত হয়েছে। প্রবন্ধকার মৌলিক বিষয়সমূহ তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বাংলাদেশ প্রসঙ্গে তার বাস্তবতা তুলে ধরার প্রয়াস পেয়েছেন। একইভাবে বাংলাদেশের ইতিহাসকে তাঁর প্রবন্ধে ধারণ করে উৎস অনুসন্ধানও করেছেন। অধিকাংশ প্রবন্ধেই কোনো না কোনো তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কবিতা বা কথাসাহিত্যকে বিশ্লেষণ করা হয়েছে। মনস্তাত্ত্বিক বিষয়কেও বিভিন্ন তাত্ত্বিক বক্তব্যের সূত্র ধরে যথার্থ বর্ণনা ও উদাহরণের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে।
গ্রন্থের শেষাংশে বাংলা ও ইংরেজি ভাষায় প্রাসঙ্গিক বিষয়ে নির্বাচিত গ্রন্থপঞ্জি সংযুক্ত করা হয়েছে। গ্রন্থপঞ্জিতে এ বিষয়বস্তু সম্পর্কিত গ্রন্থ, প্রবন্ধ ও গবেষণা প্রতিবেদনের বিস্তারিত তালিকা উপস্থাপন করা হয়েছে। গবেষণার কাজে তা প্রয়োজনীয় উৎসের সন্ধান দিতে সহায়ক হবে, যা আরও বিশ্লেষণ ও গবেষণার খোরাক জোগাবে।
- নাম : পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য
- লেখক: ফাল্গুনী তানিয়া
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 779
- প্রথম প্রকাশ: 2025