
ইসলামে চিন্তার বিকাশ
সম্পাদকের কথা
ইসলামি চিন্তাধারার উৎস, তার বিকাশ ও ফলিত রূপের সঙ্গে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব ইসলামিক ফাউণ্ডেশনের লক্ষ্যের অন্তর্গত। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থার অভিধা; মানুষের চিন্তা ও কর্মের কতগুলো মৌলিক নীতির ভিত্তিতে মানব প্রকৃতি-সংগত এই জীবন-ব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনকে গড়ে তুলতে চেয়েছে। এজন্যে এরূপ একটি জীবন-ব্যবস্থা বাস্তবে রূপায়ণের জন্যে এর মূল সূত্রগুলোর সঙ্গে যেমন পরিচয় থাকা দরকার তেমনি এই সূত্রগুলোকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মোকাবেলা করতে গিয়ে মুসলিম মনীষার যে বৈচিত্র্যপূর্ণ স্ফুরণ ঘটেছে তার সঙ্গেও অন্তরঙ্গ পরিচয় অপরিহার্য।
এই পুস্তকে সংকলিত প্রবন্ধগুলোর মধ্যে মুসলিম মনীষার এই স্ফুরণ তথা মুসলিম চিন্তার বিকাশের সংক্ষিপ্ত অথচ মূল্যবান আলোচনা পরিবেশিত হয়েছে। সব কয়টি প্রবন্ধই ইতিপূর্বে ইসলামিক একাডেমির ত্রৈমাসিক মুখপত্র ‘ইসলামিক একাডেমি পত্রিকা’য় ছাপা হয়েছে। লেখকদের মধ্যে তিনজন ড. মুহম্মদ শহীদুল্লাহ, মওলানা মুহাম্মদ অলিউর রহমান ও এ. বি. এম. সুলতানুল আলম চৌধুরী আর আমাদের মধ্যে নেই। তাঁদের লেখাগুলো তাঁদের জীবদ্দশায় ইসলামিক একাডেমি পত্রিকায় ছাপা হয়েছিল। এঁদের মধ্যে মওলানা মুহাম্মদ অলিউর রহমান ১৯৭১ সালের ১১ ডিসেম্বর শাহাদত বরণ করেন। মওলানা অলিউর রহমান ছিলেন একনিষ্ঠ কর্মী ও আওয়ামী ওলামা পার্টির নেতা।
পুস্তকটি উৎসুক পাঠক, বিশ্ববিদ্যালয় ও কলেজের ইসলামি সংস্কৃতি ও ইতিহাসের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের ঔৎসুক্য মিটাতে অনেকটা সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।বলা বাহুল্য প্রবন্ধগুলোতে যেসব মতামত ব্যক্ত হয়েছে তা লেখকদের নিজস্ব।
- নাম : ইসলামে চিন্তার বিকাশ
- লেখক: শাহেদ আলী
- প্রকাশনী: : গ্রন্থিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 280
- ভাষা : bangla
- ISBN : 9789849210542
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025