
সাংবাদিকতা (২য় পাঠ)
এই বাজার-যুগে সব কিছুর মতাে সাংবাদিকতাকেও একটি ব্যবসা হিসেবে গণ্য ও গ্রহণ করা হচ্ছে। ব্যবসা ব্যাপারটা খারাপ তা বললাে না। কিন্তু এটুকু বলে। রাখতে চাই, ব্যবসার সঙ্গে ‘নৈতিকতার যে সম্পর্ক সেটি প্রথম শ্রেণির নয়, দ্বিতীয় শ্রেণির- সে যে নামেই ব্যবসাকে ডাকা হােক না কেন। আরও উল্লেখ করতে চাই, এ দেশে এক আদি ভুল বােঝাবুঝির কারণে সাংবাদিকতার ব্যবসা। যারা করেন তাদের কাছ থেকে আশা করা হয় প্রথম শ্রেণির নৈতিকতা।
শেয়ালের পেট থেকে বাঘের বাচ্চা জন্ম নেবে- এমন এক অদ্ভুত প্রত্যাশা যে কোনােদিন স্বাভাবিকভাবে পূরণ হওয়ার নয় সে কথাটা আমাদের অনেকেরই মনে থাকে না। | বাংলাদেশে এমন কোনাে ব্যবসার কথা কেউ কি উল্লেখ করতে পারবেন যেটি ব্যবসা-বাণিজ্য যেটুকু নৈতিকতা মেনে বা বজায় রেখে করা হবে বলে আশা করা হয় সেটুকু বজায় রেখে করা হচ্ছে? আলবৎ না। সুতরাং সাংবাদিকতা নিয়ে যারা ব্যবসা করছে তাদের নীতি-নৈতিকতা নিয়ে পৃথক করে