
মন ও মানুষ
শিশুর বয়স যখন ছয় বৎসর ততদিনে ব্রেইনের আকার আয়তন পূর্ণবয়স্ক ব্রেইনের ৯৫% হয়ে যায়। তবে ব্রেইনের গ্রে ম্যাটার (Gray matter) যাকে ব্রেইনের চিন্তা অংশ বলা হয় (Thinking Part) সেটি আরো পুরো ও পুষ্ট হতে থাকে। একটি বর্ধিষ্ণু গাছ যেমন দিনে দিনে নতুন নতুন শাখা-প্রশাখা গজিয়ে বৃদ্ধি পেতে থাকে, ব্যাপারটি অনেকটা তেমন। কেননা নিউরনগুলো (ব্রেইনের কোষকে নিউরন বল) পরস্পরের সঙ্গে নতুন নতুন সংযোগ স্থাপন করে একটি বিস্তৃত নেটওয়ার্ক বা জাল তৈরি করে।
এই পুরোত্ব (Thickening) বাড়ার কাজটি উঁচু মাত্রায় পৌঁছায় মেয়েদের ক্ষেত্রে ১১ বছর বয়সে ও ছেলেদের বেলায় ১২ বছর বয়সে (যখন তারা কৈশোরে পদার্পণ করে)। ব্রেইনের সম্মুখ ভাগকে বলা হয় ফ্রন্টাল পার্ট (Frontal Part)। এটি হচ্ছে বুদ্ধিমত্তা ও অন্যান্য উচ্চাঙ্গের মেধা বৃত্তির কেন্দ্রীয় অংশ। আমাদের বিচার-বিবেচনা বোধ (Judgement), সংঘটিত করার ক্ষমতা, পরিকল্পনা গ্রহণ, কৌশল নির্ধারণ সবই এই অংশের কাজ।
এভাবে অতিরিক্ত বৃদ্ধি পাওযার পর গ্রে ম্যাটার আবার কিছুটা (Thin) পাতলা হতে থাকে। অতিরিক্ত ও অব্যবহৃত কানেকশনগুলো ভেঙ্গে যায়। গাছের শাখা প্রশাখা যেমন শুকিয়ে গিয়ে ঝড়ে পড়ে, তেমনি ব্রেইনের ঐ সংযোগ শাখা-প্রশাখাগুলোর কিছু অংশ ঝড়ে পড়ে।
- নাম : মন ও মানুষ
- লেখক: প্রফেসর ডা. মোঃ তাজুল ইসলাম (কাজল)
- প্রকাশনী: : হাতেখড়ি
- ভাষা : bangla