
প্রিয় নদীর গল্প
অবিমৃশ্যকারীদের দুর্বুদ্ধিতে সাময়িক লোভ ও লাভের হিসেব বড় করে দেখতে গিয়ে স্বাভাবিক নদীগুলোর সঙ্গে যথেচ্ছচারের ত্রুটি করেনি সভ্য মানুষ! আরও মর্মান্তিক যে, উন্নয়নের নামে বিরামহীন আত্মঘাতী নদী-শাসন! অথচ নদ-নদীর ইতিহাসই বাঙলার ইতিহাস। নদ-নদীর তীরে মানব সভ্যতা অগ্রগতির চিহ্ন এঁকে রাখে; মানুষের বসতি, কৃষির পত্তন, গ্রাম-নগর, বাজার-বন্দর, শিল্প-সাহিত্য, ধর্মকর্ম সবকিছুরই বিকাশ ঘটায়।
দুর্বৃত্তদের বিপরীতে কল্যাণকামী মানুষের মননে রক্তক্ষরণ সচল রাখতে পারছে না নদীর নাব্যতা। আশাবাদী মানুষও নাছোড়বান্দা, বাইরে না হলেও ভেতরে তার নিজস্ব নদীতে লেগেই থাকে জৈবনিক জোয়ার। অদ্ভুত এক ভালোবাসায় নদীর জন্য আগলে রাখে সতর্ক প্রহরা। সেখানে উচ্ছ্বসিত উদ্দাম বন্যায় মানুষের বসতি ভাঙে নদী, আবার এই বন্যাই তার মাঠে মাঠে সোনা ফলায়।
একত্রিশ জন বাংলাদেশ ও ভারতীয় লেখকের আশা-হতাশার সেই বাস্তব এবং একই সাথে কল্পনদীর আখ্যান ‘প্রিয় নদীর গল্প’। যেহেতু মানুষেরও কিছু দায় থেকে যায় প্রজ্ঞায়; সেই আকাক্সক্ষার কথামালাই নদীর স্রোতের মতো উচ্ছল এই গ্রন্থে। পাঠক এই হৃদয়-নদীর শীতল জলে স্নিগ্ধ হবেন এই আশা ন্যায্য। ‘সময় একটি নদী এবং গ্রন্থ হলো একটি নৌকা’ ড্যান ব্রাউনের এই বাণীর মতো তাই নদী ও নৌকার অব্যাহত জয়যাত্রাই এ গ্রন্থের ঐকান্তিক অভিলাষ।
-সত্যজিৎ রায় মজুমদার, লেখক ও গবেষক।
- নাম : প্রিয় নদীর গল্প
- সম্পাদনা: ফয়সাল আহমেদ
- প্রকাশনী: : জাগতিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- ISBN : 9789849490999
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021