
অনুভূতির কিছু রঙ
পরবাস। প্রবাস জীবন। পরবাসী মন। দেশে থাকতে এসব শব্দের তেমন কোনো নিগুঢ় অর্থ বোধের কপাটে কড়া নাড়ে না। দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিলে কটা দিন যেতে না যেতেই পরবাস বা পারবাসী মন কিম্বা প্রবাস জীবনের উত্তাপ কমে আসে। অনাবৃষ্টির খরতাপে শুকিয়ে যায় মন। আমার কাছে পরবাসের প্রকৃত অর্থ ক্ষেদ। স্বদেশ বিনা বসবাসের ক্ষেদ। ক্ষেদ একটা অনুভূতি। একটা বোধ। এই অনুভূতি এই বোধ থেকে জন্ম নেয় কবিতা। সতত মনে পড়া স্বদেশের মেঘ নদী সবুজ প্রান্তর অথবা কিশোরবেলার সেই স্কুল যাবার রাস্তাটা অসংখ্য বন্ধুর মুখ মায়ের মুখ স্বজনের মুখ এসবই হয়ে ওঠে কবিতার বিষয়। যিনি কখনো কবিতা লেখেননি তিনিও হয়ে ওঠেন এক স্বদেশ প্রেমের কবি। যেমন মইনুল হক মইন। মইন আমার বন্ধু। দুরন্ত কৈশোরের বন্ধু। তাকে আমি কখনো কবিতা লিখতে দেখিনি। শুনিওনি কোনো কবিতা তার। অথচ গেলো কিছুদিন যাবৎ ফেসবুকের কল্যাণে তার কবিতা আমার দৃষ্টিগোচর হচ্ছে। মইন পুরোদস্তুর এক কবি হয়ে উঠেছেন। অষ্ট্রিয়া প্রবাসী মইনের মন আজ খরতাপে শুষ্ক। স্বদেশের সোঁদা মাটির গন্ধ বিনা তার মনের ক্ষেদ কবিতার ভুমিতে বিছিয়ে দিচ্ছে নস্টালজিক বোধ। তাই তিনি রচনা করেন; ‘প্রতিটি জলের ফোটায়,স্মৃতি তার জড়ানো। আনন্দ হাসিখুশি সব, রংধনুতে মেশানো। দুঃখের সুরগুলো, কুয়াশার মতো পড়ে। বাতাসের দোলা এলে, সূর্যের আলো ঝরে। ভোলানো যায় না তাকে, স্মৃতিকথা আছে ঘরে। যতো বার দেখি সব, চোখ দুটো জলে ভরে।’ এরকম অনেক কবিতাগুচ্ছ নিয়ে মইন এর কাব্যগ্রন্থ ‘অনুভূতির কিছু রঙ’। কবিতায় মইন তার নানা রঙের অনুভূতিকে সাজিয়েছেন পাঠকের জন্যে। পড়লে পরবাসী মইনের স্মৃতিকাতর আকুতি সবার মনকেই আকন্ঠ ভেজাবে আমার বিশ্বাস। কবিতার পবিত্র ভুমিতে মইনুল হক মইন কে অভিবাদন।
মাসুম রেজা।
- নাম : অনুভূতির কিছু রঙ
- লেখক: মাইনুল হক মইন
- প্রকাশনী: : আদর্শ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789849266723
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2017