হুরগাদা আর ল্যুকজরে ফেরাউনের খোঁজে
পিরামিডের দেশ মিশর বিশ্বব্যাপী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু মিশরে পিরামিড ছাড়াও অন্যান্য যেসব পর্যটন আকর্ষণ আছে তা বিলাসে ও রোমাঞ্চে, ঐতিহ্যে ও বৈচিত্রে, ক্ষেত্র বিশেষে পিরামিডকেও ছাড়িয়ে যেতে পারে।
এর মধ্যে যেমন আছে লোহিত সাগর বা ভূমধ্য সাগর তীরবর্তী রিজোর্ট অঞ্চল, তেমনি আছে ল্যুকজর বা ড্যানডেরার মতো প্রত্নতত্ত্ব সমৃদ্ধ অঞ্চল। এইসবের ভিড়ে লেখক আবার আগ্রহী হয়ে উঠেন প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস, খোদ ফেরাউন বা মুসা নবীকে নিয়ে। লেখক একজন পর্যটক হয়েও নিছক প্রততাত্ত্বিক ধ্বংসাবশেষ, মরুভূমির ধূসর বালু আর লোহিত সাগরের স্বচ্ছ নীলাভ সবুজ অগভীর পানি দেখে সন্তুষ্ট হননি। খুঁজতে চেয়েছেন ফেরাউন আর মুসা নবীর চিহ্ন। খুঁজতে চেয়েছেন কোন ফেরাউন মুখোমুখি হয়েছে নবী মুসার! এ কোনো গবেষণা না, কৌতূহল।
জানতে চেয়েছেন সাধারণ মিশরীয়দের ধারণা। তুলে এনেছেন বংশ পরম্পরায় লালন করা বিশ্বাসগুলো। এই বইয়ে গল্পের ছলে সাজানো মিশরীয় পুরাণের চরিত্রগুলো। এজন্য এই ভ্রমণ কাহিনি হয়ে উঠেছে ঘটনার এমন জ্যান্ত বিবরণ যেন পাঠকও ঢুকে যান এই গল্পে।
- নাম : হুরগাদা আর ল্যুকজরে ফেরাউনের খোঁজে
- লেখক: মাহফুজুর রহমান
- প্রকাশনী: : অন্যধারা
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ISBN : 9789849718697
- প্রথম প্রকাশ: 2023