
আততায়ী
প্রেম নামে উন্মত্ত একটি উত্তেজনা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে, উনিশ বছর পর প্রেমিকা লিডিয়ার তরুণী কন্যা বিদ্রোহী শার্লটকে টার্গেট করেছে সে...। তার নাম ফেলিক্স। রাশিয়া থেকে লন্ডনে এসেছে একজন রুশ কূটনীতিককে খুন করতে, সে খুন দুনিয়ার ইতিহাস বদলে দেবে। কারিগরি ফলাতে ওস্তাদ, আস্তিনে হরেক অস্ত্র, কিন্তু তার বিরুদ্ধে সার বেঁধে দাঁড়িয়ে পড়েছে পুরো ইংলিশ পুলিশ, মেধাবী ও প্রতাপশালী একজন লর্ড এবং তরুণ উইনস্টন চার্চিল নিজে। এই প্রতিরোধব্যবস্থা দুনিয়ার যেকোনো মানুষকে থামিয়ে দিতে পারত, শুধু সেইন্ট পিটার্সবার্গ থেকে আাস লোকটিকে বাদে... কেন ফলেট : জন্ম ১৯৪৯ সালে ওয়েলসের কার্ডিফে । থ্রিলার এবং ঐতিহাসিক উপন্যাস লিখে অসামান্য জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর লেখা বইয়ের বিক্রি ১০০ মিলিয়ন কপি ছাড়িয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস-এর বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে তাঁর বেশ কটি বই। ১৯৮২ সালে লেখা রোমান্স -উপন্যাস দ্য ম্যান ফ্রম সেইন্ট পিটার্সবার্গ এর রূপান্তর আততায়ী। শেখ আবদুল হাকিম : জন্ম ১৯৪৬ পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। চার বছর বয়সে বাংলাদেশে (তৎকালীন পাকিস্তানে) আসেন। পেশা : লেখালেখি। অসংখ্য গোয়েন্দা গল্প-উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর গোয়েন্দা উপন্যাস বিষবৃক্ষ ও ভৌতিক কাহিনি দেখা হবে কবরে।
- নাম : আততায়ী
- প্রকাশনী: : প্রথমা প্রকাশন
- ভাষা : bangla
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন