
পদ্মজলের সিঁড়ি
প্রেম-নারী অবারিত জীবনের নান্দনিক উপাদান। না পাওয়ার বেদনা-ই প্রেম। না পাওয়ার আকাক্সক্ষা বুকে চেপে প্রেমের জয়গান করা-ই ভালোবাসা। পৃথিবীর তাবৎ প্রেমাখ্যান পড়ে অন্তত তাই-ই মনে হয়। বিরহের সুর-ই প্রেমের কোকিল। দগ্ধ হৃদয় ভালোবাসার দলিল। আর সবকিছু ছাপিয়ে যায় তখনই যখন কাউকে কাছে পাব না জেনেও অপেক্ষা করা। তবুও বলতে হয় বিচিত্র জীবনের বিচিত্র অনুভূতি। ভিন্ন তার ভালোবাসার সংজ্ঞা। ‘পদ্মজলের সিঁড়ি’ প্রেমিক হৃদয়ের দীর্ঘশ্বাসের শৈল্পিক প্রকাশ।
জীবনঘনিষ্ঠ শব্দের দ্যোতনায় এঁকেছে ‘বেদনা আর দুঃখের অশ্রু।’ রিয়াজ মোরশেদ সায়েম টগবগে তরুণ। গাঙের ঢেউয়ের মতো মন। বাঁক বদলের ধাক্কা নিয়ে গড়ে তুলেছে ‘পদ্মজলের সিঁড়ি’র ক্যানভাস। দুর্বোধ্য শব্দের জটিল ভাষার মারপ্যাঁচ থেকে বেরিয়ে এসে কবি চেনা আর সহজ শব্দের মিশেলে নির্মাণ করেছে প্রতিটি কবিতা। যেখানে খুঁজে পাওয়া যাবে একজন প্রেমিককে।
যে কিনা নারী প্রেমের দোলায় চড়ে চষে বেড়িয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল। আশা করছি সময়ের নির্মোহ মূল্যায়নে কবি এবং কবিতার যাত্রা হবে মহাকালের পথে। খোরশেদ মুকুল কবি ও প্রাবন্ধিক
- নাম : পদ্মজলের সিঁড়ি
- লেখক: রিয়াজ মোরশেদ সায়েম
- প্রকাশনী: : অক্ষরবৃত্ত
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789848235386
- প্রথম প্রকাশ: 2021