
একটা শাহবাগ থেকে যাবে আসলে পিয়াস করিমের ইন্টারভিউ ও এসে
পিয়াস করিমের ইন্টারভিউ
ইন্টারভিউ’টা নেয়া হইছিল এপ্রিল ১৫, ২০১৩-তে, পিয়াস করিমের ধানমন্ডির বাসায়, সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত। পিয়াস করিম: সমাজে কতগুলো বাইনারি অপজিশন তৈরি হয়েছে। যেইটা আমাদের সমাজের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না। ধরেন, একটা যেইটা সেক্যুলারিজম আর ধর্মের যেই বাইনারি। আমি খুব স্পষ্টভাবে মনে করি যে, সেক্যুলারিজম এক ধরণের ধর্ম। আবার ধর্মের মধ্যে এক ধরণের সেক্যুলারিজম আছে। ফলে দুটোকে একদম পারস্পরিক, দেরিদিয়ান টার্মে বলতে গেলেও দুটোকে একদম বাইনারি টার্মে কল্পনা করার মধ্যে কতগুলো অসুবিধা আছে। মুক্তিযুদ্ধ এবং এর অপজিশন হিসাবে কল্পনা করার মধ্যেও একটি সমস্যার জায়গা আছে। আমার কাছে মনেহয় আমরা যদি একটা জাতীয়-সংস্কৃতির কথা ভাবি, সেইটা কন্সট্রাক্ট করার একটা ব্যাপার। রাতারাতি হয়ে যায় না। এইটা তো প্রি-মর্ডিয়াল এনটিটি না। জাতি-কে নির্মাণ করতে হয়। এই বিভাজনগুলো জাতি-কে নির্মাণ করার ক্ষেত্রে কতগুলো সংকট তৈরি করছে বলে আমার ধারণা। সেইক্ষেত্রে আমরা যা রাজনীতিতে পাচ্ছি, সংস্কৃতিতে পাচ্ছি, সেইটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা।
ইন্টারভিউ’টা নেয়া হইছিল এপ্রিল ১৫, ২০১৩-তে, পিয়াস করিমের ধানমন্ডির বাসায়, সন্ধ্যা আটটা থেকে দশটা পর্যন্ত। পিয়াস করিম: সমাজে কতগুলো বাইনারি অপজিশন তৈরি হয়েছে। যেইটা আমাদের সমাজের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না। ধরেন, একটা যেইটা সেক্যুলারিজম আর ধর্মের যেই বাইনারি। আমি খুব স্পষ্টভাবে মনে করি যে, সেক্যুলারিজম এক ধরণের ধর্ম। আবার ধর্মের মধ্যে এক ধরণের সেক্যুলারিজম আছে। ফলে দুটোকে একদম পারস্পরিক, দেরিদিয়ান টার্মে বলতে গেলেও দুটোকে একদম বাইনারি টার্মে কল্পনা করার মধ্যে কতগুলো অসুবিধা আছে। মুক্তিযুদ্ধ এবং এর অপজিশন হিসাবে কল্পনা করার মধ্যেও একটি সমস্যার জায়গা আছে। আমার কাছে মনেহয় আমরা যদি একটা জাতীয়-সংস্কৃতির কথা ভাবি, সেইটা কন্সট্রাক্ট করার একটা ব্যাপার। রাতারাতি হয়ে যায় না। এইটা তো প্রি-মর্ডিয়াল এনটিটি না। জাতি-কে নির্মাণ করতে হয়। এই বিভাজনগুলো জাতি-কে নির্মাণ করার ক্ষেত্রে কতগুলো সংকট তৈরি করছে বলে আমার ধারণা। সেইক্ষেত্রে আমরা যা রাজনীতিতে পাচ্ছি, সংস্কৃতিতে পাচ্ছি, সেইটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা।
- নাম : একটা শাহবাগ থেকে যাবে আসলে
- লেখক: পিয়াস করিম
- প্রকাশনী: : বাছবিচার বুকস
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2022
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন