
তোমার জন্য জ্ঞানকাব্য
"তোমার জন্য জ্ঞানকাব্য" বইয়ের সংক্ষিপ্ত লেখা: কবিতা নিয়ে সব সময় গবেষণা চলছে। আমি কবিতা-ছড়া লিখি স্কুলে পড়ার সময় থেকেই। বিভিন্ন পত্রিকায় নির্দিষ্ট বিরতিতে কবিতা ছাপা হয়। আমার কাছে কবিতা হলো নিজের অপ্রকাশিত ভাবগুলোর প্রকাশ। এক্ষেত্রে আমি আমার মতো করেই ভাবাবেগ প্রকাশ করি। কবিতাকে ভিন্নরূপ দিতে এর সাথে সাধারণ জ্ঞান যুক্ত করেছি আমি। এর আগে এ ধরনের উদ্যোগ কেউ নেয়নি বলেই আমার বিশ্বাস। বইটি একাধারে যেমন কাব্যগ্রন্থ, তেমনি একটি সাধারণ জ্ঞানের গাইডও।
একাধারে কবিতা লেখার পাশাপাশি সাধারণ জ্ঞানের তথ্য অনুসন্ধানের কাজটি করতে হয়েছে। এক্ষেত্রে প্রফেসর’স প্রকাশন প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন দৈনিক পত্রিকা এবং ইন্টারনেটের সহায়তা নিয়েছি। তাই ছোট্ট এই বইটির আকার দিতে আমাকে অপেক্ষা করতে হয়েছে সাড়ে তিন বছর। বইটি পড়ে পাঠক যেমন কবিতার স্বাদ পাবেন, তেমনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বইটি পাঠকের জন্য উপকারী হবে। আশা করি পাঠকদের ভালো লাগবে ভিন্ন ধারার এই কাব্যগ্রন্থ।