মায়ার বাঁধন
সোনার ছেলে জন্ম হবে
আমার দেশে কবে?
মরে গেলেও আদর্শ তার
ধরে রাখবে সবে।
মিথ্যে যাহার নয়কো ভূষণ,
সত্য হবে বাণী
জগৎ জুড়ে জ্বলবে তখন
সত্য মশালখানি
তোষামোদের বেড়াজালে
থাকবে না সে আর
মিথ্যা কাঁটাতারেরে বেড়া
ভাঙবে সে বারবার।
আলোর পথে হাঁটবে সবে
তাহার নির্দেশ পেয়ে
ভয় পাবে না এগিয়ে যাবে
জয়ের গান গেয়ে।
- নাম : মায়ার বাঁধন
- লেখক: আলী আহম্মদ চৌধুরী লিপটন
- প্রকাশনী: : নব সাহিত্য প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





