
কুরআনে বর্ণিত বিধি-বিধান; আহকামুল কুরআন
একটি সুন্দর সম্পন্ন জীবন গড়ার জন্য যা যা গ্রহণ করতে হয় এবং যা যা বর্জন করতে হয়, সবগুলোর নিয়ম-নীতি ও বিধিবিধান কুরআন বলে দিয়েছে কখনো স্পষ্ট ভাষায়, কখনোবা সাংকেতিক বর্ণনায়। মুসলিম জীবনের প্রয়োজনীয় সবকিছুর একটা চমৎকার নকশা আঁকা আছে কুরআনে।
এটিই প্রতিষ্ঠিত ধ্রুবসত্য।আমি যে আল্লাহকে বিশ্বাস করি, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছি, সকল ইবাদত ও লেনদেন বিনা যুক্তি-বাক্যে ইসলাম-নির্দেশিত পন্থায় সম্পাদন করছি, তার পেছনে কারণ হলো, এসব বিধান কুরআন দ্বারা প্রমাণিত।কিন্তু, দুঃখজনক বাস্তবতা হলো, আমরা কুরআন তেলাওয়াত করছি প্রতিদিন। কুরআন পড়ছি, পড়াচ্ছি নানা সময়। কুরআনে নিয়ে গবেষণাও করছি। কিন্তু, আমরা কি ধরতে পারছি, এ আয়াত আমাকে ঈমানের কথা বলছে, ওই আয়াত আমাকে ইবাদত ও লেনদেনের অমুক নিয়মের সবক দিচ্ছে, আরেক আয়াত আমাকে রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতির নানা সূত্রের পাঠ শেখাচ্ছে?এ গ্রন্থ হাতে নিলে আপনি সেসব বিষয় অনায়াসে ধরতে ও বুঝতে পারবেন। একমলাটে পেয়ে যাবেন কুরআনি বিধিবিধানের সংক্ষিপ্ত বিশ্বকোষ। সংক্ষিপ্ত তবে কুরআনি জ্ঞানের শৌখিন পরিব্রাজকের জন্য একটি আকর্ষণীয় প্রবেশদ্বারও।
এ গ্রন্থ মাদরাসা-প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের যেমন প্রভূত কাজে আসবে, তেমনি ইসলাম সম্পর্কে জানতে-চাওয়া জেনারেল শিক্ষিত ও সাধারণ পাঠকদের জ্ঞানিক ক্ষুধাও মিটাবে ইনশাআল্লাহ। তখনই পাঠকের মনে হবে, সত্যিই কুরআন একটি জীবন্ত ও প্রাণবন্ত গ্রন্থ।
- নাম : কুরআনে বর্ণিত বিধি-বিধান; আহকামুল কুরআন
- লেখক: মুহাম্মাদ হাবীবুল্লাহ
- প্রকাশনী: : তানযীল পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 512
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025