

হাদিসের জোনাকি পোকা
ছোট্ট বন্ধুরা! তোমরা কি কখনও গ্রীষ্মের রাতে অন্ধকার মাঠে ছোট ছোট আলো জ্বলতে দেখেছ? সেই টিমটিমে আলোগুলো কারা দেয় জানো? হ্যাঁ, সেগুলো হলো আলোকদানকারী জোনাকি পোকা-নীরব, শান্ত, কিন্তু আলো ছড়ায় নিঃস্বার্থভাবে। তারা বলে না কিছু, তবে চোখের ইশারায় যেন বলে-‘এই পথে চলো। এ পথ আলোয় ভরা।আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসগুলোও ঠিক তেমন। বড় বড় কথা নয়, ছোট ছোট বাক্য- কিন্তু তাতে লুকিয়ে আছে এক অনন্য জীবনের দিশা। এই বইটিতে আমরা সেই হাদিসগুলো ছোটদের মনের মতো করে সাজিয়েছি-গল্পে, ছড়ায়, কথায় আর খেলাচ্ছলে।
যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। সত্য বলতে হয়, মিথ্যা বলা মহাপাপ, মা-বাবাকে ভালোবাসবে, হাসিমুখে কথা বলবে, আর মানুষের প্রতি দয়া দেখাবে। তোমরা যখন এই বইয়ের পাতা উল্টোবে, তখন তোমরা পাবে এক নতুন আলোর খোঁজ। একটি সুন্দর হৃদয়ের অধিকারী শিশু-যার পানে তাকিয়ে ফেরেশতারা বলে, ‘দেখো, ওই তো আলোর ফুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতের পাপড়ি।’
হাদিসের জোনাকি পোকা বইটি
তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’তোমরা জোনাকি পোকার মতো ছোট হলেও-আশা করি, এ বই তোমাদের মনের আকাশে আলো ছড়িয়ে দেবে। তোমরা আলোকিত হবে। তোমাদের আলোয় আলোকিত হবে পরিবার, সমাজ ও এই পুরো পৃথিবী। তোমাদের রইলো এক আকাশ স্নেহাশীষ দোয়া ও ভালোবাসা
- নাম : হাদিসের জোনাকি পোকা
- লেখক: মাওলানা আল আমীন ওয়াদুদ
- প্রকাশনী: : রিজকুন কারীম প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025