এসো নবীন তাওহীদের পাঠশালায়
এ সমাজ র্শিক-কুফ্র মিশ্রিত। এবাদতে তাকফির ও র্শিকের অনুপ্রবেশ ঘটেছে। নব্য বেদ্আতের বেড়াজালে আবদ্ধ আমরা। র্শিক-কুফ্র নামক বিভ্রান্তির গোলক ধাঁধায় মরূভূমির পথিকের ন্যায় ঘুরপাক খাচ্ছে মানব সমাজ। এহেন মুহূর্তে র্শিক-কুফ্রÑএর মূলোচ্ছেদ করে মোহগ্রস্থ ও পথভ্রষ্ট মানবতার মুক্তি ও কল্যাণের নিমিত্তে সিরাতুল মুস্তাকিম নিয়ে আবির্ভাব হলেন মুহাম্মাদ صلى الله عليه وسلم। তাঁর অনুসৃত, প্রদর্শিত ও বাস্তবায়িত পূর্ণ ও পরিণত জীবন বিধানের নামই ইসলাম। তাওহীদ ইসলামের মূল ভিত্তি। এ ভিত্তির মৌল বাণী হচ্ছে لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، مُحَمَّدًا رَسُولُ اللَّهِ। এর মাধ্যমেই আল্লাহর একত্বের আত্মপ্রকাশ ঘটে। এ প্রধান সন্তুষ্টির উপর দাঁড়িয়ে আছে ইসলামের অন্য সকল বিধান। এর তাৎপর্য হল আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। যাবতীয় মূর্তি, প্রতীক, সাধু, সন্ত, জ্যোতিষী, পাদ্রী, সন্নাসী, পুরোহিত ইত্যাদি সকল তাগুতি পূজা ও আনুগত্যকে অস্বীখার করা এবং নিরাকারবাদী, সাদৃশ্যবাদ, অংশীবাদ, সর্বব্যাপিতাবাদ, নাস্তিক্যবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, ত্রিত্ববাদ, বহুত্ববাদ, জড়বাদ, নির্গুণবাদ প্রভূতি ভ্রান্ত মতবাদকে পরিহার করে একমাত্র আল্লাহকেই ইলাহরূপে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং রাসুল صلى الله عليه وسلم কর্তৃক প্রদত্ত শিক্ষানুসারে আক্বিদাকে নিষ্কলুষ রাখার নামই হল তাওহীদ।
- নাম : এসো নবীন তাওহীদের পাঠশালায়
- লেখক: ড. আব্দুল আযিয বিন মুহাম্মাদ আলে আব্দুল লতিফ
- অনুবাদক: আব্দুল আহাদ তাওহীদ
- প্রকাশনী: : আযান প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 140
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2021