
হযরত আবু বকর সিদ্দিক (রা:) এর জীবনী
হযরত মুহম্মদ মােস্তফা (স)-এর একান্ত প্রিয় সহচর ছিলেন হযরত আবুবকর সিদ্দিক (রা)। বলা বাহুল্য তিনি মুহম্মদ (স)-এর ঘনিষ্ঠ সহচর ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তাঁহার প্রতিটি কথা ও কাজকর্ম হযরত আবুবকর (রা) যেইরূপ বুঝিতেন অন্য কোন সাহাবা তেমন বুঝিতে পারেন নাই। এই হেতু তিনি সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিতে সক্ষম হইয়াছিলেন। তাহা ছাড়া তিনি রসূলুল্লাহর শ্বশুরও ছিলেন। তাঁহার দুহিতা হযরত আয়েশাকে তিনি বিবাহ করেন।
রসূলুল্লাহ (স)-এর সাহাবীদের জীবন-ইতিহাস রচনা করিতে হইলে প্রথমেই হযরত আবুবকরের জীবন-বৃত্তান্ত আলােচনা করিতে হয়। তিনি বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। উধ্বতন অষ্টম পুরুষে যাইয়া তাঁহার বংশ রসুলুল্লাহ (স)-এর বংশের সহিত মিলিত হয়। তাঁহার গােত্রটি “তাইম" গােত্র নামে খ্যাত। প্রাচীন যুগে আরবে এই গােত্রটির প্রভাব ছিল খুবই । তখন আরবের বিভিন্ন গােত্রের প্রতি বিভিন্ন কার্যের ভার ন্যস্ত ছিল। কাহারও প্রতি ন্যস্ত ছিল কাবাঘর রক্ষণাবেক্ষণের।
কাহারও প্রতি ন্যস্ত ছিল হাজীদের দেখা-শুনার ও পানীয় সরবরাহের। কাহারও প্রতি ন্যস্ত ছিল পরামর্শ সভার যাবতীয় এন্তেযামের এবং যুদ্ধের সময় পতাকা বহনের, কাহারও প্রতি দায়িত্ব ছিল যুদ্ধের সময় সেনাপতি হইয়া যুদ্ধ পরিচালনার। আর হযরত আবুবকর (রা)-এর যে গােত্র সেই তাইম গােত্রের কাজ ছিল রক্তপণ আদায় করা। ইহার প্রকৃত অর্থ হইল, কেহ কাহাকেও অন্যায়ভাবে খুন করিলে ঐ হত্যাকারীর নিকট হইতে রক্তপণ আদায় করিয়া নিহতের পরিবার-পরিজনকে দান করা। বলা বাহুল্য হযরত আবুবকরও এই কার্য করিয়াছিলেন।
- নাম : হযরত আবু বকর সিদ্দিক (রা:) এর জীবনী
- লেখক: রশিদ আহমেদ
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- ISBN : 9789849041733
- প্রথম প্রকাশ: 2016