নীল খামের গল্পেরা
সকাল থেকেই মেঘেদের অহেতুক ছোটাছুটি, অতিরিক্ত দাপাদাপি। দুপুর হতে না হতেই গাঢ় বর্ষণেরর উথাল পাথাল জল। উঠান গড়িয়ে দেূ্র মাঠের সবুজ ঘাসের উপর আধ হাঁটু জল। আগে যে দল বাধা হাঁসেরা বৃষ্টির প্রথম প্রহরে হেসেহেসে ছুটোছুটি করছিল এখন গম্ভীর নীরবতায় ঝুল বারান্দার আঁড়ালে আশ্রয় নিয়েছে। বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়িয়েছে রানু। জানালার কাঁচ গলে লোহার গ্রিলে বিন্দু বিন্দু জল জমে আছে। রানু মাথা রাখল গ্রিলে। আজ তার ভীষণ মাথা ধরেছে। দৃষ্টিতেও যেন কিসের আচ্ছন্নতা অথবা আলোর অভাবেই ঝাপসা। দূরের গাছগুলো ঠায় দাঁড়িয়ে ভেজা আকাশের দিকে তাকিয়ে। রানুর দৃষ্টি ক্ষয়ে আসে।
গাছগুলো অন্ধকার রেখা থেকে ক্রমে অস্পষ্ট বিন্দুতে পরিণত হয়। রানু কাঁদছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামছে। রানু জানে সৈকত খুব শক্ত পোক্ত ছেলে। অনেক ডানপিটেও ছিল। আজই কেবল বিচলিত হতে দেখল একবার। এই একবারই তার চোখে দেখা অসহায় সৈকত ফিরে যাচ্ছে। পরাজিত সৈনিকের নত শিরে ধীর পায়ে। সম্মুখে ফাঁসির দড়ি। পাটাতনের উপর এক পা দু’পা। সৈকতের মনে এখন কি ভাবনা কাজ করছে। ফাঁসি মঞ্চের আসামীর মনে দড়ি পড়বার আগে কি খেলে যায়!
- নাম : নীল খামের গল্পেরা
- লেখক: জিল্লুর রহমান
- প্রকাশনী: : শোভা প্রকাশ
- ভাষা : bangla
- ISBN : 9789849473077
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021