আমার লাদাখ যাত্রা
“আমার লাদাখ যাত্রা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
আমার লাদাখ যাত্রা’ রাহুল সাংকত্যায়নের সেরা একটি ভ্রমণ কাহিনি । বইটির শিরােনাম ‘আমার লাদাখ যাত্রা হলেও রাহুল তার। এই বইতে শুধু লাদাখ ভ্রমণের বিবরণই দেননি। একই সঙ্গে তিনি শ্রীনগর, জম্মু-কাশ্মীর ভ্রমণের বিবরণও দিয়েছেন। বিবরণ দিয়েছেন। তার যাত্রাপথের অন্যান্য স্থানেরও। এবং তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে শুধু ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেই ক্ষান্ত হননি, তিনি তার ‘তিব্বতে সওয়া বছর’সহ অন্যান্য গ্রন্থের মতাে এই গ্রন্থেও তিনি শ্রীনগর, জম্মু-কাশ্মীর ও লাদাখের ইতিহাস-ভূগােলের চমৎকার একটি চিত্র এঁকেছেন।
এখানে বলা দরকার যে, রহুল একবার নয়, একাধিক বার কাশ্মীর লাদাখ ভ্রমণ করেছেন। এবং তা একেবারে নিছক ভ্রমণের জন্য ভ্রমণ নয়, তিনি ভ্রমণ করেছেন প্রাচীণ বৌদ্ধ সাহিত্য, দর্শন ও বিচারশাস্ত্র সম্বন্ধীয় গ্রন্থের অনুসন্ধানে। এবং এ কাজে তিনি সফলও হন। শেষ দফার লাদাখ ভ্রমণে তিনি সংগ্রহ করে আনেন দু'মনেও বেশি প্রাচীন পুঁথিপত্র । যেমনটি তিনি পরবর্তী সময়ে করেছিলেন তিব্বত ভ্রমণের সময়। এক্ষেত্রে আর একটি কথা বলা দরকার যে, হিমালয় তাঁকে বার বার আকর্ষণ করেছে বিশেষভাবে । তিনি প্রথমবার হিমালয়ে এক সংক্ষিপ্ত সফর করে মাত্র ১৭ বছর বয়সে। এরপর দুর্গম, কষ্টসাধ্য পথ অতিক্রম করে বদ্রী, কেদার, যমুনানেত্রী, গঙ্গোত্রী ভ্রমণ করেন। তারপর হিমালয় পাড়ি দিয়ে তিব্বত, ভুটান সফর করেন। একবার নয়, একাধিক বার । পাহাড়, পর্বত, গিরিশৃঙ্গ আর বরফের রাজ্য অতিক্রম করা যে কি কষ্টসাধ্য তা বলার অপেক্ষা রাখে না। আজকের যুগে হিমালয়ে যাবার কিছু কিছু পথ ঘাট হয়েছে, কিন্তু সেই যুগে রাহুলের যুগে এর কিছুই ছিলাে না। পাহাড়-পর্বতের পুরাে পথ তাকে অতিক্রম করতে হয়েছে পায়ে হেঁটে অবশ্য মাঝেমধ্যে ঘােড়া, গাধা ও খচরের পিঠে চেপেও। ভাবতেও গা শিউরিয়ে উঠে।
সমতল ভূমির রাহুল ছিলেন অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা পরিব্রাজক। তাই পাহাড়, পর্বত, নদ-নদী কোনাে বাঁধাই তার অন্য বাধা হতে পারেনি। এই প্রসঙ্গে আরাে একটি বিষয় উল্লেখযােগ্য যে, প্রথা সিদ্ধ-জীবন যাত্রার বিপরীত মুখী ব্যক্তিছিলেন রাহুল । মাত্র ন’বছর বয়সে তার ঘর ছাড়াই এর বড় প্রমাণ । এমনকি তিনি তার অদম্য ইচ্ছাপূরণের জন্য ভিক্ষাবৃত্তি গ্রহণ করে পদব্রোজে অযােধ্যা ও মােরাদাবাদ এবং বিনা টিকেটে হরিদ্বার ভ্রমণ করেন । এখানে একটা বিষয় খুব লক্ষণীয় যে, রাহুল চরিত্রের দিক দিয়ে ভবঘুরে হলেও জ্ঞান অন্বেষণে ভীষণ মনােযােগী ছিলেন। তাই তিনি যেখানেই গিয়েছেন সেখানকার ভাষা শিখেছেন। শুধু শেখেনইনি তিনি ঐসব ভাষায় পুস্তক রচনা করেছেন।
এটা সম্ভব হয়েছে তার অসাধারণ প্রতিভা আর নিরলস জ্ঞান সাধনার জন্যে। এই জ্ঞান সাধকের পিতৃপ্রদত্ত নাম ছিল কেদার নাথ পাণ্ডে। কিন্তু তিনি তার নাম পরিবর্তন করে রাম উদর দাস করেন।এই নাম পরিবর্তন করে তিনি পারাসা’ মঠে প্রথা সিদ্ধ সাধুতে পরিণত হন। এই ঘটনার আরাে পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এ সময় তিনি রাহুল সাংকৃত্যায়ন নাম ধারণ করেন। অবশ্য পরে রাহুল মার্কসবাদের সংস্পর্শে বৌদ্ধ ধর্ম ত্যাগ করেন।
- নাম : আমার লাদাখ যাত্রা
- লেখক: রাহুল সাংকৃত্যায়ন
- প্রকাশনী: : ছায়াবীথি
- ভাষা : bangla
- ISBN : 9789849332640
- প্রথম প্রকাশ: 2018