হযরত ওসমান (রা:) এর জীবনী
আবদে মানাফ নামক ব্যক্তি বিখ্যাত কুরাইশ বংশের ঊর্ধ্বতন পুরুষ। এই কুরাইশ বংশের দুইটি শাখার উর্ধ্বতন পুরুষ হইলেন আবদে মানাফ। তিনি মক্কার নেতা ছিলেন। তাঁহার দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন—নাম আবদে শামস ও হাশিম। আবদে শামস বড় হইলেও ছােট ভাই হাশিম তার চেয়ে কার্যদক্ষ বলিয়া পিতার নেতৃত্বের উত্তরাধিকারী হন হাশিমই। কিন্তু আবদে শামসের মৃত্যুর পর তাঁহার পুত্র উমাইয়া উত্তরাধিকার সূত্রে নেতৃত্বের দাবি করেন। তখন চাচা হাশিমের সহিত তাহার বিরােধ আরম্ভ হয়। ভ্রাতুস্পুত্ৰ উমাইয়া চাচা হাশিমকে ছলে বলে জব্দ ও হেয় প্রতিপন্ন করার জন্য তখন হইতেই উঠিয়া পড়িয়া লাগিয়া যান।
অবশেষে উভয়েরই এই তিক্ত সম্পর্ক এক রক্তক্ষয়ী গৃহ যুদ্ধের আশঙ্কা টানিয়া আনে। | হযরত ওসমান (রা) বংশের দিক দিয়া রসূলুল্লাহ (স)-এর আত্মীয় এবং একই কুরাইশ গােত্রে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তাহাদের উভয়ের উর্ধ্বতন পূর্ব পুরুষ একই। তন্মধ্যে মুহম্মদ (স) হাশিম ও হ্যরত ওসমান (রা) আবদে শামস শাখায় জন্মগ্রহণ। করেন। ওসমানের মাতা উরদী বেনতে কারবাজ ছিলেন মানাফ বংশােদ্ভুতা। ক্রমে ক্রমে উমাইয়া ও হাশিমের মধ্যে নেতৃত্ব লইয়া শত্রুতার বীজ বড় আকারে দানা বাঁধিয়া উঠিতে দেখিয়া মক্কার অন্যান্য গােত্রের লােক এই ব্যাপারে সালিসের মাধ্যমে একটা আপােষ-মীমাংসা করিয়া দেন। তন্মধ্যে হাশিম কাবা গৃহের তত্ত্বাবধায়ক ও বিদেশ হইতে আগত হজ্জ যাত্রীদের খাদ্য-পানীয়ের ব্যবস্থাপক নির্ধারিত হইলেন। আর উমাইয়ার হস্তে ন্যস্ত হইল শহরের শাসন ভার, সংরক্ষণ ও যুদ্ধ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণের ভার।
দুঃখের বিষয়, এই সালিসীতেও কোন ফল হইল না। কাবা ঘরের রক্ষা ব্যবস্থায় এবং হাজীদের তত্ত্বাবধায়ক হিসাবে হাশিম ও তাঁহার বংশের লােকেরা অর্থে ও মান-সম্মানে বিশেষভাবে উন্নীত হইতে লাগিল দেখিয়া উমাইয়া ও তাহার শাখার লােক হিংসায় জ্বলিতে লাগিল। কারণ, নগর শাসন ব্যাপারে , শষ কোন লাভ হইত । যুদ্ধ-বিগ্রহও তেমন হইত না। ইহা দেখিয়া উমাইয়াগণের দিন দিন ঈর্ষার ভাব আরও বাড়িতে লাগিল।
- নাম : হযরত ওসমান (রা:) এর জীবনী
- লেখক: রশিদ আহমেদ
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- ভাষা : bangla
- পৃষ্ঠা সংখ্যা : 79
- ISBN : 9789849041894
- প্রথম প্রকাশ: 2016