
মুছে গেছে ৬১ পৃষ্ঠা
কত ছবি আঁকা ছিল এই খাতায়
কত-না গান-গজল।
আর সেই—
বকুলচাঁপার গন্ধ
মেখে থাকে জীবনের পাতায়।
আর ৬১ পৃষ্ঠা,
সে তো আমি
ফেলে রেখেছি অনেক আগের পৃষ্ঠায়।
ভুলে গিয়েছি আমি
সেসব কষ্টের দিনগুলোর কথা,
চাই না।
না চাই না
আমি মনে করতে
পুরনো দিনের স্মৃতি।
এখন আমি Establish হয়েছি।
আমার অতীতকে মুছে দিয়েছি।
আমার মন থেকে
আর ৬১ পৃষ্ঠা...
- নাম : মুছে গেছে ৬১ পৃষ্ঠা
- লেখক: সেঁজুতি রহমান
- প্রকাশনী: : অগ্রদূত অ্যান্ড কোম্পানি
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789849398332
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন