গুড্ডুবুড়ার গল্প
"গুড্ডুবুড়ার গল্প" বইয়ের ভেতর থেকে :
গুডুবুড়া একদিন দুপুরবেলা তার ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙতেই সে দেখতে পেল, একটা লােক জানালার শিক কেটে ঘরে ঢোকার চেষ্টা করছে। কী করা যায়। তখন তার মনে হলাে, তার ঘরে একটা খেলনা উড়ােজাহাজ আছে। আর সেটা চালানাে যায় রিমােট কন্ট্রোল টিপে। আর তার আছে একটা খেলনা রাবারের সাপ। সে তাড়াতাড়ি করে রাবারের সাপটাকে সুতাে দিয়ে বাঁধল ওই উড়ােজাহাজের ওপরে। সাপের মাথাটা রইল ফণা তুলে। তারপর সুইচ অন করে রিমােট কন্ট্রোল টিপে উড়ােজাহাজকে সজোরে নিয়ে গেল চোরটার মুখ বরাবর। এখন তাে তার মাথাভরা বুদ্ধি । এখন সে কাজেও খুব দক্ষ
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন