sera golpe dibaratri (সেরা গল্পে দিবারাত্রি)

সেরা গল্পে দিবারাত্রি

৳160.00
৳96.00
40 % ছাড়

আল্লাহর সঙ্গে ব্যবসা!
দেখেই বোঝা যাচ্ছে মানুষটা ভীষণ গরিব। প্রচন্ড ঠান্ডায় হি হি করে কাঁপছে। সাথে ছোট্ট একটা মেয়ে। পরনে প্রয়োজনীয় গরম কাপড় নেই। কনকনে শীতে দাঁতে কপাটি লেগে যাচ্ছে বারবার। ভেতরে বসে বসে ব্যাপারটা লক্ষ করছিলেন এক দোকানদার। বুঝতে পারছেন, গরিব মানুষটা ভেতরে আসতে ইতস্তবোধ করছে। একজন কর্মচারী দিয়ে তাকে ডেকে পাঠালেন।

-আপনি কোনো প্রয়োজনে এসেছেন?
-ইয়ে মানে, প্রয়োজন তো ছিল! কিন্তু আপনাদের দোকানের সাজসজ্জা দেখে মনে হলো, এটা বড়লোকদের দোকান। আশেপাশে আর কোনো সস্তা দোকানও দেখছি না। দূরের কমদামি বাজারে যাওয়ার মতো ভাড়াও নেই। এদিকে আমার ছোট্ট মেয়েটা শীতে খুবই কষ্ট পাচ্ছে।

-আপনি কি শীতের কাপড় কিনতে এসেছেন?

-জি! রাতে গায়ে দেওয়ার জন্য আমার পরিবারের ছয়টা কম্বল দরকার আর তিনটে বাচ্চার জন্য শীতবস্ত্র। কিন্তু আপনাদের দোকান থেকে কেনার মতো সাধ্য আমার নেই। কয়েক দিন একটানা কাজ করে বাড়তি কিছু টাকা জমিয়েছি। সে কয়টা টাকাই শুধু আছে।

-কে বলেছে এখানে আপনার কেনার কিছু নেই? আমাদের দোকানে সব ধরনের শীতবস্ত্র আছে। আর বিশেষ একটা কম্বল আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি।

-ওটা কত?

-প্রতিটি কম্বল দুইশ টাকা করে! পাঁচটা একসাথে কিনলে, একটা কম্বল ফ্রি। পাশাপাশি প্রতিটি কম্বলের সাথে কোম্পানির পক্ষ থেকে একটা করে শীতের জামাও পাওয়া যাবে।

-তাই নাকি? আল্লাহ বড়ই দয়ালু!

শীতের জামাটা পরে বাচ্চা মেয়েটার মুখে হাসি আর ধরে না। বারবার আয়নার সামনে গিয়ে দেখছে। বাবাকেও টেনে নিয়ে দেখাচ্ছে। তার খুশি দেখে দোকানের মালিক তো বটেই কর্মচারীরাও বিহŸল হয়ে পড়ল।

লোকটা একহাতে কম্বল আরেক হাতে মেয়েকে ধরে চলে গেল। দোকানদারের পাশেই বসে তার এক বন্ধু চা পান করছিলেন। এতক্ষণ চুপ করে ছিলেন তিনি, টুঁ শব্দটিও করেননি। এবার মুখ খুললেন,

-কী ব্যাপার! এই কম্বলটাই তো আমার কাছে তুমি গত সপ্তাহে ৩৫০ টাকায় বিক্রি করেছ?
-হ্যাঁ, করেছি।
-আমার কাছ থেকে এত বেশি লাভ করলে যে?
-উঁহু! তোমার কাছ থেকে আমি নামমাত্র লাভ করেছি!
-তাহলে কিছুক্ষণ আগে লোকটার কাছে যে পাঁচটা কম্বল মাত্র ১০০০ টাকায় বিক্রি করলে? আবার একটা ফ্রি-ও দিলে!
-আমি তার কাছে বিক্রি করিনি, বিক্রি করেছি আল্লাহর কাছে!
বিনিময়ে আল্লাহর কাছ থেকে আরেকটা জিনিস কিনেছি। -আল্লাহর কাছ থেকে কিনেছ? কী কিনেছ?
-ঠান্ডা, শীতলতা কিনেছি।
-কীভাবে?
-তাকে কম্বলের উষ্ণতা দিয়ে আমি আল্লাহর কাছ থেকে শীতলতা কিনেছি।
-কীসের শীতলতা?
-জাহান্নামের আগুন থেকে বাঁচার শীতলতা। কেয়ামতের মাঠে মাথার ওপর নেমে আসা গনগনে সূর্যের তাপ থেকে বাঁচার শীতলতা। করেছি আল্লাহর সাথে ব্যবসা।


সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন