

শয়তানের প্ররোচনা ও আক্রমণ : আত্মরক্ষার উপায় ও ওযীফা
শয়তানের সাথে মানুষের শত্রুতা শৈশব হতে বার্ধক্য পর্যন্ত আজীবন অব্যাহত থাকে। শয়তান মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ করে। তাকে প্ররোচিত করে, ধোঁকা দেয়। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। উলামায়ে কেরামকে ইলমীরূপে, মূর্খদেরকে অজ্ঞতা ও মূর্খতার সুযোগে, যুবক-যুবতীকে যৌবনের উন্মাদনায় ফেলে, বয়স্কদেরকে আশার মরীচিকা দেখিয়ে যে, এখনো তো তেমন বয়স হয়নি, জীবন এখনো অনেক বাকী আছে। গোনাহে লিপ্ত ব্যক্তিদেরকে এভাবে ধোঁকা দেয় যে, এখন গোনাহের মজা লুটে নাও, পরে তাওবা করে নিয়ো। ইবলীস এভাবে মানুষকে প্ররোচিত করে এবং ধোঁকা দেয়। মানুষও তার ধোঁকায় পড়ে কোনো কোনো সময় ঈমান-ইসলামও হারিয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সবাইকে হেফাজত করুন।
এ কিতাবে হযরত আদম আলাইহিস সালাম ও তাঁর বংশধরদের সাথে শয়তানের চির শত্রুতা ও তার বিভিন্ন প্রকার প্ররোচনা ও ধোঁকাবাজি এবং তা থেকে আত্মরক্ষার উপায় ও ক্রিয়াশিল পবিত্র ওযীফা বিস্তারিতভাবে বাতলে দেওয়া হয়েছে। সুতরাং এ কিতাবের পাঠকমাত্রই শয়তানের শয়তানী চক্রান্ত সম্পর্কে ধারণা লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা বাতলানো পথ-পদ্ধতি অবলম্বন করে, শয়তানের ধোঁকা থেকে হেফাজতে থেকে আল্লাহর সন্তুষ্টির পথে চলে জীবন সফল ও সার্থক করতে পারবেন ইনশাআল্লাহ।
- নাম : শয়তানের প্ররোচনা ও আক্রমণ : আত্মরক্ষার উপায় ও ওযীফা
- লেখক: মাওলানা মুহাম্মাদ আশেকে এলাহী বুলন্দশহরী রহ.
- প্রকাশনী: : মাকতাবাতুল আশরাফ
- পৃষ্ঠা সংখ্যা : 216
- ভাষা : bangla
- ISBN : 9789849786818
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022