বিষয়ভিত্তিক বক্তৃতা ও উপস্থাপনা
।। বিষয়ভিওিক বক্তৃতা ও উপস্হাপনা ।।
نحمده ونصلى على رسوله الكريم امابعد!
বক্তৃতা দ্বীন ইসলাম প্রচারের অতি কার্যকরী একটি মাধ্যম। দ্বীনের কথা প্রচার প্রসারের অন্যতম অবলম্বন। বক্তৃতার মাধ্যমেই নিজ চিন্তা-চেতনা, আকীদা বিশ্বাস ও আদর্শের কথা সহজেই অতি অল্প সময়ে একত্রে বহুসংখ্যক মানুষের কাছে তুলে ধরা যায়। কুরআন-হাদীস পর্যালোচনা করলে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায় যে, বয়ান ও বক্তৃতার ক্ষেত্রে বিশেষ পারদর্শীতা অর্জন, ভাষার মাধুর্যতা, সুন্দর উপস্থাপনা, হিকমত ও কৌশলপূর্ণ বক্তব্য নিঃসন্দেহে একটি বিশেষগুণ। এগুণ অর্জনে কোন সংশয়-দ্বিধা তো নেই বরং দ্বীন প্রচার-প্রসারের জন্য খুবই প্রশংসনীয় কাজ। তাইতো আমরা দেখতে পাই, আমাদের নবীজি (সা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাগ্মী ব্যক্তিত্ব।
তাঁর হিকমতপূর্ণ বক্তৃতা শুনেই আরবের কট্টরপন্থী কাফেররা তাদের দীর্ঘ দিনের ভ্রান্ত আকীদা-বিশ্বাস ছেড়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হয়েছেন। সুতরাং মানুষকে আকৃষ্ট করতে হলে, প্রভাবান্বিত করতে হলে, নিজ অনুসারী বানাতে হলে, স্পন্দিত করতে হলে বক্ততা একটি বড় অবলম্বন। কারণ বক্তৃতার ভাষা সবাই বোঝে, অন্তরের গহীনে রেখাপাত করে।
বক্তৃতা শুনে সকলেই আন্দোলিত হয়। আবেগাপ্লুত হয়ে পড়ে। প্রভাবিত হয়। আকৃষ্ট হয়। শ্রোতাদের বুদ্ধি বিবেক জাগ্রত হয়ে উঠে। চিন্তার রাজ্যে আলোড়ন ও কম্পন সৃষ্টি করে। এজন্য যুগে যুগে নবী রাসূলগণ থেকে শুরু করে সকল হকপন্থিরা সরলমনা সাধারণ মানুষকে হকের পথে আনতে সত্য সরল পথে আনতে বক্তৃতার ন্যায় অতি কার্যকরী এ মাধ্যমটিই অবলম্বন করেছেন।
বর্তমান যুগের হক্কানী উলামায়ে কেরামও এর ব্যতিক্রম নয়। মসজিদের মিম্বর মেহরাব থেকে শুরু করে সভা-সমিতি, সেম্পোজিয়াম ও খোলা ময়দানে ওয়াজ মাহফিলের মাধ্যমে জনসাধারণকে ইসলামের কথা আন্তরিকতার সাথে শুনিয়ে ইসলামের পথে আনার অবিরাম চেষ্টা অব্যাহত রেখেছেন।
এ ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। কারণেই প্রত্যেক দ্বীন প্রচারকের মধ্যে বক্তৃতাদানের যোগ্যতা ও ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান থাক । সময়ের অপরিহার্য দাবী। আর যে কোন বিষয় অর্জন করতে হলে পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন। পাশাপাশি কোন কিছু অবলম্বনের প্রয়োজন। নবীনদের অবলম্বনের জন্য এই ক্ষুদ্র প্রয়াস ।
- নাম : বিষয়ভিত্তিক বক্তৃতা ও উপস্থাপনা
- গ্রন্থনা: মুফতী আব্দুল্লাহ জাহাঙ্গীর
- প্রকাশনী: : আশরাফিয়া বুক হাউস
- ভাষা : bangla
- পৃষ্ঠা সংখ্যা : 407
- বান্ডিং : board book
- প্রথম প্রকাশ: 2019





