মুনাজাতে মাকবুল
মুনাজাতে মাকবুল হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. (১২৮০-১৩৬২ হিজরী)-এর একটি বিখ্যাত ও প্রসিদ্ধ সংকলন। কুরআন ও হাদীসের দু’আ সম্বলিত এ কিতাব অর্থ ও ব্যাখ্যাসহ ইতিমধ্যে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। পাশ্চাত্যের ইসলামী চিন্তাবিদ ও লেখক খালেদ বেগ কর্তৃক ইংরেজিতে অনুদিত The Accepted Whispers এ ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। মুনাজাতে মাকবুল নিয়ে এত তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী প্রকাশনা সম্ভবত আর কোন ভাষায় হয়নি।
অনুবাদক মুনাজাতে মাকবুল-এর দু’আগুলোর অর্থ কেবল ইংরেজিতে অনুবাদই করেননি, বরং প্রতিটি দু’আর মূল উৎস উল্লেখপূর্বক মূল্যবান টীকাও সংযোজন করেছেন। এসব টীকায় দু’আর সারমর্ম, প্রেক্ষিত ও ফাযায়েল বর্ণিত হয়েছে যা এক কথায় অসাধারণ। এ উপলব্ধি থেকে কিতাবটির বাংলা অনুবাদ করে এদেশের পাঠকদের জন্য প্রকাশ করার তাগিদ অনুভব করেছি। একজন পাশ্চাত্যের মুসলমান ভারত উপমহাদেশের কোন বুযুর্গানে দ্বীনের কিতাব ইংরেজিতে অনুবাদ করবেন - এটা খুব বেশি আশা করা যায় না। আলহামদুলিল্লাহ, এখন এ ধরনের অনেক কাজ হচ্ছে। খালেদ বেগ পেশায় একজন ইঞ্জিনিয়ার। আল-বালাগ ই-জার্নালের সম্পাদক।
ইসলাম এবং সমসাময়িক বিষয়ের উপর ১৯৮৬ সাল থেকে লিখছেন। তার লেখার ধরন, ভাষা শৈলী ও গতিময়তা যেমন আকর্ষণীয়, তেমনি তার অন্তর্নিহিত ইসলামী বোধ ও প্রকাশ এদেশের বিজ্ঞ উলামায়ে কেরামের দৃষ্টিতেও প্রশংসনীয়। ঞযব অপপবঢ়ঃবফ ডযরংঢ়বৎং তার একটি অনন্য কীর্তি। কিতাবটি বাংলায় অনুবাদের ক্ষেত্রে তার লিখিত অনুমতি নেয়া হয়েছে। তিনি কিতাবটি বাংলা ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হচ্ছে জেনে খুব খুশি হয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ তা’আলা তাকে উত্তম পুরষ্কার দান করুন।
- নাম : মুনাজাতে মাকবুল
- লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
- অনুবাদক: মুহাম্মাদ আদম আলী
- প্রকাশনী: : মাকতাবাতুল ফুরকান
- পৃষ্ঠা সংখ্যা : 176
- ভাষা : bangla
- ISBN : 978-984-91176-8-1
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2016