Amirul Muminin Umar Khattab - 1st part (আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব -১ম খণ্ড)

আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব -১ম খণ্ড

৳480.00
৳385.00
20 % ছাড়
এক মদ্যপকে উমর রা.-এর উপদেশ সিরিয়ার জনৈক প্রভাবশালী শক্তিধর ব্যক্তি উমর ফারুক রা.-এর নিকট আসা-যাওয়া করত। কিছুদিন পর্যন্ত তার যাতায়াত বন্ধ থাকায় তিনি লোকদের কাছে তার অবস্থা জিজ্ঞেস করলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন তার কথা বলবেন না। সে তো মদ্যপানে বিভোর হয়ে থাকে। অতঃপর খলিফা তার সচিবকে ডেকে বললেন, তার কাছে এ চিঠি লেখ : ‘উমর ইবনে খাত্তাবের পক্ষ হতে অমুকের নামে তোমার সালাম। অতঃপর আমি তোমার জন্যে সে আল্লাহর প্রশংসা করি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং বড় সামর্থবান। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তার দিকে প্রত্যাবর্তন করতে হবে।’ অতঃপর তিনি মজলিসে উপস্থিত লোকদেরকে বললেন, সবাই মিলে তার জন্যে দুআ কর, যেন আল্লাহ তার মন ফিরিয়ে দেন এবং তার তাওবা কবুল হয়। তিনি দূতের হাতে চিঠি দিয়ে নির্দেশ দিলেন, লোকটির নেশার ঘোর না কাটা পর্যন্ত তার হাতে চিঠি দিও না এবং অন্য কারও কাছে দিও না। লোকটি খলিফার চিঠি পেয়ে তা পাঠ করল এবং চিন্তা করতে লাগল, এতে আমাকে শাস্তির ভয়ই দেখানো হয়েছে এবং ক্ষমা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অতঃপর সে কান্না করতে লাগল এবং এমন তাওবা করল। জীবনে আর কখনো মদের কাছেও গেল না সে। উমর ফারুক রা. এই প্রতিক্রিয়ার সংবাদ পেয়ে বললেন, এ ধরনের ব্যাপারে তোমাদের এমন করা উচিত। কোনো ভাই কোনো ভ্রান্তিতে পতিত হলে তাকে ঠিক পথে আনার চিন্তা কর। তাকে আল্লাহর রহমতের ভরসা দাও। আল্লাহর কাছে তার তওবার জন্যে দোয়া কর। তোমরা তার বিপক্ষে শয়তানের সাহায্যকারী হয়ো না। অর্থাৎ তাকে গালমন্দ করে অথবা রাগান্বিত করে যদি দীন থেকে আরও সরিয়ে দাও, তবে তাই হবে শয়তানের সাহায্য।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন