
রুকইয়াহ শারইয়াহ
হাদিসে বর্ণিত আছে- عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ: دَخَلْتُ أَنَا وَثَابِتٌ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَقَالَ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، اشْتَكَيْتُ، فَقَالَ أَنَسٌ: أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: بَلَى، قَالَ: اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا. আব্দুল আযিয রহ. বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ও সাবিত একবার আনাস ইবনে মালিক রা.-এর নিকট গেলাম। সাবিত বললেন, হে আবু হামযা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস রা. বললেন, আমি কি তোমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে রুকইয়াহ করেছেন তা দিয়ে রুকইয়াহ করে দিবো? তিনি বললেন, হাঁ।
তখন আনাস রা. পড়লেন- اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا. হে আল্লাহ! তুমি মানুষের রব। রোগ নিরাময়কারি। আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারি। তুমি ব্যতিত আর কেউ আরোগ্য দানকারি নেই। এমন আরোগ্য দাও যা কোন রোগ অবশিষ্ট রখে না। [সহিহুল বুখারি- ৫৭৪২
- নাম : রুকইয়াহ শারইয়াহ
- লেখক: আমিন বিন বারী
- প্রকাশনী: : আর-রিহাব পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 223
- ভাষা : bangla
- শেষ প্রকাশ : 2018