

অনুতপ্ত অশ্রু
প্রতিটি স্থানে মুসলমানের রক্ত ঝরছে আর তারা মেতে আছে গান-বাজনা নিয়ে। সকাল-সন্ধ্যা গান-বাজনা আর নাচগানে ডুবে থাকে। কবি আব্দুর রহমান আল আশমাওয়ি বলেন, هَا هُوَ الْأَقْصَى يَلُوكَ جِرَاحُُهُ *** وَالْمُسْلِمُوْنَ جُمُوعُهُمْ آحَادُ دَمْعُ الْيَتَامَى فِـيْهِ شَاهِدُ ذِلَّةٍ *** وَسَوَادُ أَعْيُنِهِنَّ فِيْهِ حِدَادُ يَا وَيْحَنَا مَاذَا أَصَابَ شَبَابُنَا *** أَوَ مَا لَنَا سَعْدُ وَلَا مِقْدَاُد . এই তো আকসা! তার ক্ষতগুলো গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ মুসলমান সকলে এক দেহের ন্যায়। সেখানে এতিমদের রক্ত স্পষ্ট লাঞ্ছনার সাক্ষ্য বহন করছে। আর তাদের চোখের মলিন চাহনিতে শোকের কালো ছায়া নেমে আসছে।
হায়! অপমান আমাদের! আমাদের যুবকদের আজ কী হলো? আমাদের কি কোনো সাদ এবং কোনো মিকদাদ নেই? . মুজাহিদগণ ট্যাংক, কামান আর বোমার আওয়াজের মধ্যে রাত কাটায়; আর এরা গায়ক-গায়িকাদের গান শোনে ও নৃত্যশিল্পীদের নাচ দেখে রাত যাপন করে। এরা সর্বদা গুনাহে নিমজ্জিত থাকে।
এদের অনুভূতি বলতে কিছুই নেই। . বিপথগামীদের অবস্থা হলো, তাদেরকে তুমি দেখবে—বাজারে বিভিন্ন আড্ডায় নিজেদের প্রকাশ করতে খুব ভালোবাসে। তারা সেখানে আড্ডাবাজি করে বিভিন্ন গল্প বলে বেড়ায়। মানুষের দৃষ্টি নিজেদের দিকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন : . ﴿وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ ۖ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۖ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ ۚ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ ۚ قَاتَلَهُمُ اللَّهُ ۖ أَنَّىٰ يُؤْفَكُونَ﴾ ‘আর যখন তুমি তাদের প্রতি তাকিয়ে দেখবে তখন তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে। আর যদি তারা কথা বলে তুমি তাদের কথা (আগ্রহ নিয়ে) শুনবে। তারা দেয়ালে ঠেস দেয়া কাঠের মতোই।
তারা মনে করে, প্রতিটি আওয়াজই তাদের বিরুদ্ধে। এরাই শত্রু, অতএব এদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ এদেরকে ধ্বংস করুন। তারা কীভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে।’ .তাদের চিন্তা থাকে কীভাবে মুসলমানদের সম্মান নষ্ট করা যায়। সরলমনা মেয়েদের উত্ত্যক্ত করা যায়। এরা একবারও ভাবে না যে, বাড়িতে তাদেরও তো মা-বোন আছে। এরা বিপথগামী। এরা অনুভূতিশূন্য।
- নাম : অনুতপ্ত অশ্রু
- লেখক: শাইখ খলিদ আর রাশিদ
- অনুবাদক: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
- প্রকাশনী: : শব্দতরু
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2019