লা ইলাহা ইল্লাল্লাহ
নবি করিম (ﷺ) মানুষকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি তাঁর সাহাবিগণকেও এই শিক্ষা দিয়েছেন যে‚ তাঁরাও যেনো মানুষকে সর্বপ্রথম তাওহীদের প্রতি আহ্বান জানান। এই তাওহীদের শিক্ষা গ্রহণ এবং এর উপর অটল ও অবিচল থাকা প্রত্যেক ব্যক্তির উপর ফরয। তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রাণ ছাড়া যেমন দেহ অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। তাই প্রত্যেক সন্তান যখন আধো আধো ভাষায় অস্ফূটকণ্ঠে কথা বলতে শুরু করে তখন থেকেই তাকে কালেমায়ে তাওহীদ তথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর শিক্ষা দেওয়া প্রত্যেক অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি।
তারপর উচিত তাকে কালেমার মর্ম ও মাহাত্ম্য শিক্ষা দেওয়া। মহান আল্লাহ তা'আলা সৃষ্টির পরতে পরতে তাঁর এককত্বের নিদর্শন রেখে দিয়েছেন। আর এইসব কিছু নিদর্শনকে কেন্দ্র করেই রচিত হয়েছে আমাদের বইগুলো। শিশুরা গল্পপ্রিয়। তাই বইগুলোতে গল্প এবং ছবির মাধ্যমে শিশু মনে তাওহীদের শিক্ষাকে আকর্ষণীয় রুপে তুলে ধরা হয়েছে। আশাকরি 'ছোটদের তাওহীদ সিরিজ' এর এই বইগুলো শিশুদের ঈমানি চরিত্র গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ। আল্লাহ তা'আলা সবাইকে বিশুদ্ধ তাওহীদের জ্ঞান অর্জনের সুযোগ দান করুন - আমীন।
- নাম : লা ইলাহা ইল্লাল্লাহ
- লেখক: মোঃ মতিউর রহমান
- প্রকাশনী: : মিফতাহ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 24
- ভাষা : bangla
- ISBN : 978-984-96693-5-7
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2023