
দ্য হিচহাইকার'স গাইড টু দ্য গ্যালাক্সি
এই মহাবিশ্বের পশ্চিম প্রান্তে এক ছোট গুরুত্বহীন হলুদ সূর্যের অস্তিত্বের কথা শোনা যায়। এই গুরুত্বহীন সূর্যকে কেন্দ্র করে প্রায় ৯৮ মিলিয়ন মাইল দূর দিয়ে ঘুরছে এক নীল সবুজ গ্রহ। এই গ্রহের বাসিন্দারা সবসময় মন খারাপ করে বসে থাকে। তাদের দুঃখ দূর করার জন্য অনেকরকমের সমাধান প্রস্তাব করা হয়। তবে সব প্রস্তাবের সাথেই কাকতালীয়ভাবে কিছু কাগজের টুকরো আদান-প্রদানের কথা চলে আসে দেখে সেসব প্রস্তাব ধোপে টেকে না কারণ এই কাগজের টুকরোগুলোর আসলে তাদের সুখ বা আনন্দের সাথে তেমন কোনো সম্পর্ক নেই।
দুইহাজার বছর আগে এক লোক এসে বলছিলো পৃথিবীতে সুখী হওয়ার জন্য মানুষের উচিত মানুষকে সাহায্য করা। এই কথা বলার দায়ে তাকে গাছের সাথে পেরেক দিয়ে গেঁথে মেরে ফেলা হলো। কিন্তু তার মৃত্যুর দুই-হাজার বছর পরে কোনো এক বৃহস্পতিবারে রিক্সম্যানওয়ার্থ নামক এক জায়গায় এক মেয়ে কফি খেতে খেতে হঠাৎ মানবসভ্যতার সুখী হওয়ার রহস্য আবিষ্কার করে ফেলে। এবং তার আবিষ্কার করা পদ্ধতিটির মজা এখানেই যে এটা বাস্তবায়ন করতে কাউকে আবার গাছের সাথে পেরেক দিয়ে গেঁথে মেরে ফেলতে হবে না।
দুঃখজনকভাবে সে এই পদ্ধতি কাউকে বলার আগেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সুখী হওয়ার সেই পদ্ধতি তার মাথা থেকে আজীবনের জন্য হারিয়ে যায়। এটা ওই মেয়ের গল্প না। এটা ওই ভয়াবহ দুর্ঘটনার গল্প এবং ওই দুর্ঘটনার ফলে কী কী হয়েছিলো তার গল্প। এটা একটা বইয়েরও গল্প। বইয়ের নাম দ্য হিচহাইকার’স গাইড টু দ্য গ্যালাক্সি।
- নাম : দ্য হিচহাইকার'স গাইড টু দ্য গ্যালাক্সি
- লেখক: ডগলাস অ্যাডামস্
- অনুবাদক: আলী রেজা পিয়াল
- প্রকাশনী: : পেন্ডুলাম পাবলিশার্স
- পৃষ্ঠা সংখ্যা : 187
- ভাষা : bangla
- ISBN : 9789849640110
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022