
হতে চাই আলোকিত জ্ঞানী (১-৩ খণ্ড) ঈমান, আক্বিদা ও তাওবাহ
তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা আন-নাহল, আয়াত: ৪৩, সূরা আল-আম্বিয়া, আয়াত: ৭
এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব সভ্যতায় নেতৃত্ব বিকাশে জ্ঞানের কোনো বিকল্প নেই। মানুষ সৃষ্টির সেরা জীব- কিন্তু কিভাবে আমরা তা হলাম! জ্ঞানগত যোগ্যতায় শ্রেষ্ঠত্বের কারণেই এই উপাধি। বর্তমান বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় মেধাবীদের তাল মিলিয়ে চলার জন্যে নেতৃত্ব বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। আর সেজন্য পড়ার কোনো বিকল্প নেই।
নিজে জ্ঞান অর্জন করা, অন্যকে জ্ঞান অর্জনে উৎসাহ দেয়া, জ্ঞান বিতরণ করা, নিজে সৎপথে থাকা, অন্যকে দ্বীনের পথে আনা, নিজে ভালো হওয়া, অন্যকে ভালো করা, নিজে খারাপ পথ থেকে দূরে থাকা, অন্যকে খারাপ থেকে বিরত রাখা মুসলমানদের অপরিহার্য কর্তব্য। কিন্তু তারা যখন অন্যকে জ্ঞান বিতরণ, প্রচার এবং সৎপথ প্রদর্শনের কাজ ছেড়ে দিলো তখন তারা নিজেরাও অশিক্ষিত, জ্ঞানহীন অধঃপতিত এবং পথভ্রষ্ট হয়ে পড়লো। ফলে তারা নেতৃত্বের যোগ্যতা হারিয়ে ফেলেছে; তাই তারা বিশ্ব নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে; তাদের পতন ঘটেছে। ইসলামি জ্ঞান ও প্রজ্ঞার সংস্পর্শ ছাড়া এই ক্ষতি পূরণের আর কোনো উপায় নেই।
মহান স্রষ্টা আল্লাহর দেওয়া উপদেশ বা বিধি-বিধান মানুষ যাতে অতি সহজে ও পরিষ্কারভাবে জানতে পারেন সে জন্যই এ বইয়ের অবতারণা। বইটি সম্পাদনা পরিষদের অক্লান্ত পরিশ্রম ও সুদীর্ঘ অধ্যবসায়ের ফসল। বিষয়বিন্যাসের অপূর্ব মেলবন্ধনে সুগ্রথিত। কোন বিষয়টি নেই এতে? আকিদা, কুরআন, উলুমুল হাদিস, উসূলে ফিকহ, ইবাদত, মুমিনের জীবন, মুআমালাত, ইসলামের পরিভাষা, রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী, নবী-রাসূলগণ, সাহাবি, খোলাফায়ে রাশেদীন, আব্বাসি খেলাফত, ভারত শাসন, বাংলাদেশে ইসলাম, মানচিত্রে ইসলাম, মুসলিম বিশ্ব, বিজ্ঞান ও মুসলমান, মুসলিম স্থাপত্য, মুসলিম মনীষা, ইসলামি সংস্থা, মতবাদ, প্রচলিত ভুল, ইসলামে সর্বপ্রথম ও সর্বশেষ, মাসনূন দু‘আ ও সাড়া জাগানো ইসলামি বইয়ের তালিকা সব বিষয়ই চমকপ্রদভাবে স্থান পেয়েছে এ বইয়ে।
- নাম : হতে চাই আলোকিত জ্ঞানী (১-৩ খণ্ড)
- লেখক: শাহাদাৎ হুসাইন খান ফয়সাল
- লেখক: আশিক আশরাফ
- সম্পাদনা: হাফেজ মুফতি সাইফুল ইসলাম
- প্রকাশনী: : রাহবার পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 1920
- ভাষা : bangla
- ISBN : 9789849690955
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023