অনন্য প্রবাসে ভারত-পাকিস্তান-নেপাল : স্মৃতিচারণমূলক ভ্রমণকাহিনি
সময়ের গতিময়তায় পরিবর্তিত বিশ্ব। আজকের ভারত-পাকিস্তান-নেপাল অনেক বেশি আলাদা। সেই ১৯৯৯ সাল থেকে তো বটেই। সেই সালের পর ভারতে গিয়েছি কিন্তু পাকিস্তান-নেপালে আর যাওয়া হয়নি। তখনকার সময়ে দেখা দৃশ্যপট আজ হয়তো অনেকটাই বদলেছে। তাই এই ভ্রমণকাহিনি পড়ে অনেকেই হয়তো কিছুটা অমিল পেতেই পারেন। কোনো কোনো বিষয়ে ভিন্নমত আসতেই পারে। আরেকটা বিষয় তখনকার সময়ে আমি ছিলাম অপরিপক্ক একজন ছেলেমানুষ মাত্র। আমার দৃষ্টিভঙ্গি ততটা পরিণত ছিল না মোটেও। এই ভ্রমণকাহিনি সম্পূর্ণ ডায়েরি নির্ভর, স্মৃতিচারণমূলক। তাই আমার এই ভ্রমণের সহযাত্রী হয়ে নিজেকে সেই সময়ের, সেই বয়সের একজন হয়ে যেতে পারলে গল্পটা উপভোগ্য হতে পারে, নতুবা নয়। আমার সেই ভ্রমণের বন্ধুরা আজ অনেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আজ অনেকেরই সাথে যোগাযোগ রাখা সম্ভব হয়নি। তবুও তাঁদের আজও স্মরণ করি। আজকের ভারত অনেক এগিয়ে। যেমন আইটি সেক্টরের কথা তো বলাই যায়। আর পাকিস্তানে তখনও বরাবরই ছিল সামরিক শাসন। তখন ওদের অর্থনীতি এখনকার তুলনায় ভালো ছিল। আমরা নেপাল থেকে আসার পর ওখানে তো একবার ভ‚মিকম্প হয়েছে। সব কিছু ছাপিয়ে সেই সময়ের তুলনায় এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণই হয়তো ভিন্ন। তবুও পাঠকবৃন্দকে আমি আমার সেই স্মৃতিময় ভ্রমণের সহযাত্রী করার প্রয়াসে এই ভ্রমণকাহিনিটি লেখার চেষ্টা করেছি। আশা করছি পাঠকের আনন্দদানে সক্ষম হবে। প্রথমবারের মতো আমার এই ভ্রমণকাহিনি। আমি এ পর্যন্ত মোটামুটি আটটি দেশ ঘুরেছি। সবগুলো ভ্রমণের মাঝে এটিই অনন্য। কেননা, এই ভ্রমণে সঙ্গী হয়েছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কতিপয় সহপাঠী, শিক্ষক ও প্রাণের কিছু বন্ধুবর।
- নাম : অনন্য প্রবাসে
- লেখক: নাজনীন শুভ্র
- প্রকাশনী: : প্রতিভা প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 120
- ভাষা : bangla
- ISBN : 978-984-97160-3-7
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন