
দেশের নাম ভিয়েতনাম
মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতাে আচমকা একদিন ভিয়েতনাম ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়। এক সেমিনারে অংশগ্রহণের জন্য যেতে হয়েছিল থাইল্যান্ডে। পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ সূচি মােতাবেক অনুষ্ঠিতব্য সেই সেমিনারের পুরােটাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্যাংকক এবং চিয়াং মাইতে। ব্যাংককে দু দিন অবস্থানের পর অকস্মাৎ জানা যায় যে চিয়াং মাইয়ের প্রােগ্রাম বাতিল করা হয়েছে।
মূলত আবাসন। সমস্যাজনিত কারণেই কর্তৃপক্ষ কর্তৃক বাধ্য হয়ে ওখানকার নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়। পরবর্তীপর্যায়ে সেমিনার ও শিক্ষা ভ্রমণ সংক্রান্ত ওই প্রােগ্রামটি স্থানান্তরিত হয় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। সহকর্মীদের যারা ইতিপূর্বে ভিয়েতনামে গিয়েছেন, তারা এ সিদ্ধান্তে খুব একটা আমােদিত হতে পারেননি, চিয়াং মাই যাওয়ার জন্য যারা ছিলেন উদগ্রীব তাঁরা বরং খানিকটা নাখােশই হয়েছিলেন। কিন্তু এই শুভ সংবাদে আমি ভেতরে-ভেতরে খুশিতে আটখানা হয়। উঠি। মনের গহীনে অনেক দিন ধরে ওই দেশ পরিভ্রমণের যে বাসনা লালন করে আসছিলাম তার আশু বাস্তবায়নের সম্ভাবনা দেখে চেহারায় ফুটে ওঠে বাচ্চাদের মতাে লেবেনচুস মার্কা হাসি।
ফলে এ সংবাদ শােনার পর থেকে মনের গহীনে এক উড়ু উড় ভাব বিরাজ করতে থাকে। এ কারণে সেমিনারের অবসরে বাহিরে এসে সন্নিকটস্থ পুকুরের ঘাটলায় বসে মনের আনন্দে সিগারেট ধরিয়ে আকাশের দিকে ধোয়া ছাড়তে থাকি আর দার্শনিকের মতাে মনে মনে ভাবি; আমাদের জীবনের ঘটনা পরম্পরা অনেক সময় অনেকটাই আনপ্রেডিকটেবল। কী হইতে কখন কী
- নাম : দেশের নাম ভিয়েতনাম
- লেখক: মানিক মোহাম্মদ রাজ্জাক
- প্রকাশনী: : নালন্দা
- পৃষ্ঠা সংখ্যা : 192
- ভাষা : bangla
- ISBN : 9789849063667
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2014