পালোয়ান ভাই
রুস্তম পালোয়ানের ভয়ে ঢাকার রাস্তায় বাঘ আর হরিণ একঘাটে পানি যায়। তারে ভাইয়া বলা যায় না। বলতে হয় পালোয়ান ভাই। রুস্তম ভাই ডাকার কারণে তিনি প্রবল ধমক দিয়ে বলেছিলেন, ‘এক থাপড়ে বত্রিশটা দাঁত জাপানে এক্সপোর্ট করে দেব! বেয়াদব, ছেঁড়া স্যান্ডেল, ভাঙা চশমা, পচা ডিম কোথাকার!’ গ্রামে বেড়াতে এসে সেই পালোয়ানের কী দশা হয়েছিল সেই গল্পই বলেছেন আনিসুল হক।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন