

গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ
একটা সময় ছিল ন্যায্য কথা বললেই নেমে আসতো গুমের খড়গ। সেই সময়ের বর্ণনা করতে গিয়ে লেখক আমিরুল মোমেনীন মানিক তাঁর একটি গানে গেয়েছিলেন, ঘরে থাকলে হই খুন, বাইরে বেরুলে হই গুম, তাই অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে চাই। এরকম প্রেক্ষাপটে এই জনপদকে অনেকে অভিহিত করেছিলেন গুমরাজ্য হিসেবে। সেল্ফসেন্সরশিপের সেই সময়কে ভাঙতে আচমকা জেগে ওঠে তরুণরা। তারা নতুন দিন আনে। এই নতুন দিন আনতে অনেকে শহিদ হন, অনেকের হয় অঙ্গহানী। আবার অনেকে গুমও হয়ে যান। অবাক ব্যাপার, লাশ গুম করারও ঘটনা ঘটে!
গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ বইয়ে গল্পকার আমিরুল মোমেনীন মানিক পুরো সময়টাকে নানা দৃষ্টিকোণে চিত্রিত করেছেন। ফলে দাহকালের বিস্তর ছবি গল্পের বাঁকে বাঁকে উঠে এসেছে। কখনো লেখক-শিল্পী-সাংবাদিক হিসেবে, কখনো একজন প্রেমিক হিসেবে তাঁর কলমে ধরা দিয়েছে জীবনের রকমারি কাহিনী। সময়কে জানতে, সময়কে শাসন করতে গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ অনেকের প্রিয় হয়ে উঠেবে, এটা নিশ্চিত করেই বলা যায়।
- নাম : গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ
- লেখক: আমিরুল মোমেনীন মানিক
- প্রকাশনী: : আলোর ঠিকানা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789849896180
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025