
শতাব্দীর বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ শতকে (১৯২০ সনের ১৭ মার্চ) জন্মগ্রহণ করেছিলেন। তাঁর শাহাদাতেরও তারিখ বিশ শতক, ১৯৭৫ সনের ১৫ আগস্ট। মাত্র ৫৫ বছর তিনি জীবিত ছিলেন। একজন রাজনীতিক হিসেবে এটা খুবই একটা কম সময়, বিশেষ করে তাঁর জীবনের বেশিরভাগ সময়টা যখন কেটেছে কারাগারে।
তবু বিস্ময়কর অতিঅল্প সময়ই তিনি যা যা করেছেন, তাঁর পূর্ব অথবা তাঁর সমসাময়িক কারো পক্ষেই তা করা সম্ভব হয়নি। বাংলায় তাঁর সমসাময়িক (এবং জ্যেষ্ঠ) বড় রাজনীতিক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আবার বিভক্ত বাংলার পূর্ব-অংশেরও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু একটি জাতিকে সংগঠিত করতে পারেননি। তাঁর চোখের সামনেই বাংলা ভাগ হয়ে গেল, রোধ করতে পারেননি।
বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি এ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে জাতিগত ঐক্যে এমন কিছু করতে পারেননি, যা একটি জাতিকে আমূল পাল্টে দিতে পারে। দিল্লি ও পিন্ডির নেতাদের যৌথ ষড়যন্ত্রে বাংলা ভাগ হয়ে দুটি ভিন্ন দেশের শেকলে বন্দি হয়ে গেল, তার বিরুদ্ধে তাঁরা কিছুই করতে পারেননি। বাংলা অ রোধ করতে পারেননি, বাংলাকে আলাদা স্বাধীনও রাখতে পারেননি এ দুই নেতা।
- নাম : শতাব্দীর বঙ্গবন্ধু
- লেখক: ড. মোহাম্মদ হাননান ইতিহাসবিদ
- প্রকাশনী: : আগামী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 891
- ভাষা : bangla
- ISBN : 9789840424856
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020