

মুক্তির একমাত্র পথ শিরকমুক্ত ইবাদাত
মানব সৃষ্টির উদ্দেশ্য আমরা জানি মহান আল্লাহ জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। পবিত্র কুরআনে আলাহ্্ তা'আলা ঘোষণা করেন, ِّ ْ اَمَو َ الا َ و َّنِّجْ ال ُتْقَلَخ َّ سْن ُ لاِّا ِّ دُبْعَيِّل ن ـ ْ و “আমি জিন ও মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি”।২ তিনি আরও বলেন : ُ اَ م َو ا ِّ اْوُرِّم َّ ا ِّ لا ْ لْخُ م َ ا الله ْوُدُبْعَيِّل ي ِّ ُ ص َ هَ ل َن اء ـ َفَنُ ح َنْيِّّ الد “তাদেরকে তো এ ছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে, তারা নিজেদের দ্বীনকে (সার্বিক আনুগত্যকে) একমাত্র আলাহ্র জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করবে”।৩ ُ اَ م َو ا َّ اْوُرِّم ً لاِّا َ دا ِّ اح َّ ا و ً ا إله ْوُدُبْعَيِّل ِّ لا ، ا َ ل َّ ه ُ لاِّا ُ ه َّ هَ ان َحْبُ س َو ما َع َ ن ـ ْوُكِّرْشُي “এক ইলাহর (আলাহ্র) ইবাদত ব্যতীত তাদেরকে অপর কিছুর হুকুম দেয়া হয়নি। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তারা যে র্শিক করছে তা থেকে তিনি মুক্ত।
”৪ সকল নবী ও রাসূলগণকে প্রেরণ করা হয়েছিল মানবজাতিকে আলাহ্র ইবাদতের দিকে দাওয়াত দেয়ার জন্য। সূরা আন নাহলের ৩৬ নং আয়াতে আলাহ্্ ঘোষণা করেন : َ ِّّ قَلَو ُ لُ ى ك ِّ ا ف َنْثَعَ ب ْد ا ً ةَّم َ لاْوُسَّر ِّ ا َ ن ا َّ وااللّٰ ُدُبْع ْ واالط ُبِّنَتْ اج َ و َ وُ اغ ت ـ “আর আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি যাতে (তাদের কাছে সে দাওয়াত দিতে পারে) তোমরা একমাত্র আলাহ্র ইবাদত করো ২ সূরা ৫১ আয-যারিয়াত : ৫৬। ৩ সূরা ৯৮ আল-বাইয়্যিনাত : ৫। ৪ সূরা ০৯ আত-তাওবা : ৩১।
- নাম : মুক্তির একমাত্র পথ শিরকমুক্ত ইবাদাত
- লেখক: আহসান ফারূক
- প্রকাশনী: : দারুস সালাম বাংলাদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 158
- ভাষা : bangla
- ISBN : 9789849109440
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015