
গোলাপসংগ্রহ (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০)
ফ্ল্যাপে লিখা কথা ১৯৮৭ সালের মার্চে প্রকাশিত মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার ‘বৃক্ষসংখ্যা’র দীর্ঘতম রচনারটি আমার বিশেষভাবে নজর কেড়েছিল-আবদুশ শাকুরের ‘গোলাপ বিসংবাদ’ । সাহিত্যিকের এ এক অসাধারণ বিজ্ঞানলেখা। ফুলবিষয়ক লেখালেখিতে রঙ ফলানোর যথেষ্ট অবকাশ থাকে কিন্তু বলতেই হয় আবদুশ শাকুর অসাধ্য সাধন করেছেন। তিনি গোলাপের অধরা মাধুরী ধরেছেন অনবদ্য এক ছন্দোবন্ধনে। জ্ঞাত ইতিহাসে গোলাপের আবির্ভাবের মুহূর্তটি থেকে শুরু করে ধাপে ধাপে কীভাবে আজকের বাগান শোভা পুষ্পরানী এতসব প্রকারের রূপান্তরিত হল তারই এক জ্ঞানগর্ভ তারই এক জ্ঞানগর্ভ অথচ মনোজ্ঞ আলোচনা রয়েছে এতে।
সুদীর্ঘ পথ পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়ৈছেন লেখক মানুষকে আর গোলাপকে তাঁর রসমণ্ডিত গল্পকথনে সম্মোহিত করে। অন্তে যোজিত গোলাপ নিয়ে সমাজতাত্ত্বিক বাহাসটি অভিনব তবে গুরুত্বপূর্ণ। কবি বেলাল চৌধুরীর পত্রিকায় প্রকাশিত সুদীর্ঘ সাক্ষাকারেরও গোলাপের নানান দিকে নতুন আলোকপাত করেছেন অতন্দ্র এই গোলাপপ্রহরী । গোলাপকে কেন্দ্রীয় চরিত্ররূপে পাওয়া যায় তাঁর কোনো কোনো গল্প-প্রবন্ধেও। এসব ঘটে এ কারণে যে গোলাপের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল পাঠের নয়, চাষেরও।
শত শত প্রকার গোলাপের শত শত গুল্ন স্বহস্তে লালন করে তিনি ‘বাংলাদেশের জাতীয় গোলাপ সমিতি’র স্বর্ণপদক পেয়েছিলেন ১৯৮৯ সালে। নির্দ্ধিধায় বলা যায় আমাদের প্রকৃতিসাহিত্যে গোলাপপ্রেমী কথাশিল্পী আবদুশ শাকুরের গোলাপবিষয়ক যাবতীয় রচনায় সমৃদ্ধ এই গ্রন্থটি মূল্যবান অবদান হয়ে থাকবে এবং প্রকৃতিবিপর্যয়ের এই দু:সময়ের লেখক দীর্ঘদিন আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা কুড়াবেন। -দ্বিজেন শর্মা সূচিপত্র গোলাপের ইতিবৃত্ত* গোলাপ বিসংবাদ* গোলাপচিত্র* গোলাপ নিয়ে আলাপ সালাপ* কবি বেলাল চৌধুরীর সঙ্গে গোলাপ নিয়ে একদিন* গোলাপচিত্র* ছোটগল্প: পটভূমিতে গোলাপ* গোলাপধোলাই* ফানুস* গোলাপচিত্র* রচনা: প্রসঙ্গ গোলাপ* বুনোগোলাপের সুখদুখ* দশ মিনটে গোলাপের কথা* আরো গোলাপ* গোলাপচিত্র
- নাম : গোলাপসংগ্রহ (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০)
- লেখক: আবদুশ শাকুর
- প্রকাশনী: : মাওলা ব্রাদার্স
- পৃষ্ঠা সংখ্যা : 231
- ভাষা : bangla
- ISBN : 9844103819
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2004