ইন্সপারেশনাল স্পিচ অব সাকসেসফুল ম্যান [বিশ্বখ্যাত ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বক্তব্য]
আমরা যদি জীবনে সফল হতে চাই, তাহলে প্রথমত আমাদের নিজেদেরকে একটি ভিশন ও কর্মপরিকল্পনা দাঁড় করাতে হবে। এরপর সেই ভিশনকে বাস্তবায়নের জন্য লেগে থাকতে হবে, তথা অনুপ্রাণিত থাকতে হবে। নিজেদেরকে সদা অনুপ্রাণিত রাখার জন্য আমরা বিভিন্ন মনীষী ও সফল ব্যক্তিদের জীবনী ও তাদের বক্তব্য পড়তে পারি। বিশেষ করে আমাদের জানা উচিত জীবনে তারা কীভাবে সফল হয়েছেন, কী ছিল তাদের সাফল্যের সূত্রাবলি।
আশা করি, ‘ইন্সপারেশনাল স্পিচ অব সাকসেসফুল ম্যান’ গ্রন্থে অন্তর্ভুক্ত বিশ্বখ্যাত ৭৫ জন ব্যক্তির জীবনী ও তাঁদের বক্তব্যগুলো আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে, অনুপ্রাণিত করে তুলবে। কীভাবে তাঁরা নিজের জীবনকে সফল করে তুলেছেন, চ্যালেঞ্জ আসলে তাঁরা কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, মানবতার সেবায় তাঁরা কীভাবে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এবং তাঁদের নিজ নিজ মূল্যবোধে কীভাবে অটল থেকেছেন ইত্যাদি জানার মাধ্যমে আমরা পাব সেই অনুপ্রেরণা।
গ্রন্থে অন্তর্ভুক্ত বক্তব্যগুলো দৈনিক প্রথম আলো-সহ বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। মূলত পত্রিকার পাতায় প্রকাশিত এই বক্তব্যগুলোকে এক মলাটে আবদ্ধ করার জন্য এবং বিশ্বখ্যাত এসব ব্যক্তিদের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই গ্রন্থের অবতারণা করা হয়েছে। আশা করি, এই গ্রন্থটি পড়ার মাধ্যমে বিশ্বখ্যাত এই ৭৫ জন ব্যক্তির সংক্ষিপ্ত পরিচিতি জেনে ও তাদের বক্তব্যগুলো পড়ে আমরা নতুন অনেক কিছু জানতে পারব, অনুপ্রাণিত হব; একইসঙ্গে পাব জীবন চলার পথে প্রয়োজনীয় দিকনির্দেশনাও। -প্রকাশক
- নাম : ইন্সপারেশনাল স্পিচ অব সাকসেসফুল ম্যান
- লেখক: নেসার আমিন
- প্রকাশনী: : মাতৃভাষা প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 256
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022