
রবি বাউলের শান্তিনিকেতন
নতুনকে জানা আর দেখার তৃষ্ণায়, অবসর পেলেই ভবঘুরে হয়ে ওঠেন রয় অঞ্জন। আত্মিক টানটা তার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে। সময়-সুযােগ মিললেই ছােটেন শান্তিধামশ্রীনিকেতনে। তিনি যেন কবিগুরুর স্পর্শ পান সেই পূণ্যভূমির আকাশে বাতাসে, ধূলিকণায়। বিশ্বকবির প্রিয় পদচিহ্ন ধরে তিনি বারেবারে খুঁজে ফিরেছেন ‘জগতের আনন্দযজ্ঞ...'। একইসঙ্গে রয় অঞ্জন হৃদমাঝারে অনুভব। করেছেন কবিগুরুর বাউল সত্ত্বাকে। রবি বাউলের শান্তিনিকেতন তার প্রথম গ্রন্থ। প্রকৃতপক্ষে এ গ্রন্থ কবিগুরুকে আশ্রয় করে এক ভক্তের আবেগময় নৈবেদ্য।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন