
বাংলাদেশের কবিতার ইতিহাস (১৯৪৭-২০০০)
বিদ্যমান যে ভূখণ্ডটি ১৯৭১-এ বাংলাদেশ রাষ্ট্র নামে জন্ম নেয়: কবিতার ইতিহাস নির্মাণ প্রসঙ্গে শহীদ ইকবাল পটভূমি করেন উর্বর এই ভূখণ্ডটিকেই। কিন্তু কবিতার প্রচ্ছদপট চিত্রণের এই গ্রন্থ বাংলাদেশের কবিতার ইতিহাস-এ বাংলাদেশ গঠিত হবার আগে, যখন ভূখণ্ডটি পূর্ব-পাকিস্তান নাম পরিগ্রহ করে, লেখক তখনকার কবিতার ভূগোলটিও উন্মোচন করেন সম্ভাবনাদীপ্ত সুপ্রভাত সুনিশ্চয়' শিরোনামে।
এভাবে, ১৯৪৭-২০০০ কাল পরিক্রমার কবিতার ইতিহাস গঠন করতে গিয়ে শহীদ ইকবাল রচনা করেন মূলত কবিদেরই শিল্পকীর্তি। দুটি বৃহত্তর অধ্যায় আর পনেরটি পরিচ্ছেদ-ব্যাপ্ত বাংলাদেশের কবিতার ইতিহাস আক্ষরিক অর্থেই এই ভূখণ্ডের তথা বাংলাদেশের কবিদের কবিতার বিকাশ, ঋদ্ধি ও শৈল্পিকতাকেই উচ্চকিত করে। সচিত্র-বিচিত্র', 'নববসন্ত', 'পরিশুদ্ধ প্রত্যাবর্তন', 'বিশীর্ণ নাগরিক নক্ষত্র', 'নষ্টস্বপ্নের বিষাদগাথা', 'উৎসের টানে', 'প্রতীকী সীবন' শিরোনামে আলোকিত হন বাংলাদেশের দিকপাল কবিরা ।
মুক্তিযুদ্ধের ভেতর বেড়ে ওঠা কবিদের কবিতাশিল্পকে শহীদ ইকবাল এখানে বলেন "যুদ্ধ প্রজন্মের কবিতা; আর ম্যানসাইজ আরশিকে সামনে রেখে মরে যাওয়া কবি শামীম কবীরের কবিতা প্রসঙ্গ পর্যন্তও লেখক উত্থাপন করেন অনপনেয় প্রজ্ঞা।
শিল্পের উপমা যদি বাতিঘর হয়, কবিতা হয়তো তার নাতি। এই আলোবিস্তারী কবিতার ইতিহাসের এই গ্রন্থও তেমনি আলোকসম্ভাবী।
- নাম : বাংলাদেশের কবিতার ইতিহাস (১৯৪৭-২০০০)
- লেখক: শহীদ ইকবাল
- প্রকাশনী: : রোদেলা প্রকাশনী
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন