
নিজ সত্তার সাথে একীভূত হও
"নিজ সত্তার সাথে একীভূত হও" বইটির সম্পর্কে কিছু কথা:
ওশাের শিক্ষা হচ্ছে ব্যক্তি যেন তার নিজস্ব সত্যিকে আবিষ্কার করে, কোন ধার করা সত্যির বােঝা যাতে বহন না করে। উনি বলেন “পরম সত্যে অনুপ্রবেশ করার জন্য প্রথমত আপনাকে অন্বেষণ করতে হবে অন্তর্জগৎ এবং আমরা সবাই অন্বেষণ করি বহিঃজগৎ-আমরা শুরু করি ভুল পদক্ষেপে। তখন সবকিছুই ভুলের দিকে যেতে থাকে। যদি প্রথম পদক্ষেপ ভুল হয় তখন সবকিছুই ভুল হয়ে যায়।
” ওশাের যে গ্রন্থ নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি সেগুলাে তার শিষ্য এবং অনুসন্ধানীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতা থেকে নেওয়া হয়েছে। মােট বারােটি গ্রন্থ সাজানাে হয়েছে বারমাসের জন্য। নাম দেওয়া হয়েছে ওশাে মেডিটেশনস সিরিজ। সেগুলাের মধ্যে থেকে একটি গ্রন্থের ভাষান্তর করা হয়েছে। বইগুলাে এমনভাবে সাজানাে হয়েছিলাে যাতে পাঠক প্রথম মাসে, দ্বিতীয় মাস ক্রমপর্যায়ে পাঠ করবে পাঠক, ধ্যানী ও সত্যানুসন্ধানী।
একটি ভােরবেলার চিন্তা মানে ঘুম থেকে উঠার পর পাঠ, অপরটি রাতে ঘুমাতে যাবার পূর্বের। ক্ষমা চেয়ে বলে নিচ্ছি। বইটির প্রকৃত ধরনটি বজায় রাখা সম্ভব হয়নি অনিবার্য কারণে। কৈফিয়ত হিসেবে বলা যায়, আমার নিজের পক্ষে এই পদ্ধতিটি অবলম্বন করা সম্ভব হয়নি নানা কারণে। দ্বিতীয়ত সবগুলাে বাণী হুবহু গ্রন্থভূক্ত হয়নি আমাদের দেশীয় প্রেক্ষাপট এবং মৌল চেতনার সাথে সাংঘর্ষিক বিবেচনায় । কাজটি করার সময় আমি প্রচুর। স্বাধীনতা গ্রহণ করেছি সেটি হয়ত সংগত হয়নি। তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে।
এই গ্রন্থ যে কোন ভাবে পাঠেই পাঠক তার মনে, সত্তায়, আত্মায় এক ধরনের প্রশান্তি লাভ করবেন এবং ধীরে ধীরে হলেও চিন্তাজগতে একটা সাড়া পড়ে যেতে পারে। আমরা আধুনিক মানুষেরা যে আত্মিক, আধ্যাত্বিক অপুষ্টির ভেতর দিয়ে যাই সেখানে একটু আহার হয়তাে পাবেন। সর্বোপরি এই গ্রন্থ পাঠে কেউ কেউ কিছুই পাবেন না, আবার কেউ হয়তাে উত্তেজিত হওয়ার উপাদান পাবেন।
- নাম : নিজ সত্তার সাথে একীভূত হও
- অনুবাদক: রাসেল রহমান
- প্রকাশনী: : রোদেলা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789849238133
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2017