

ভ্রমণ স্বাস্থ্য
ছেলেবেলায় পরিচিতজনেরা আমাকে ডাকতো টোটো কোম্পানির ম্যানেজার বলে। সারাদিন এদিক-ওদিক টোটো করে ঘুরে বেড়ানোই ছিল আমার কাজ। খুব ছোটবেলা হাঁটতে শেখার পরপরই বাসা থেকে হারিয়ে গিয়েছিলাম। চারিদিকে খোঁজা হচ্ছে, পুকুরে জাল ফেলা হচ্ছে-পুকুরে ডুবে গিয়েছি কিনা এ আশঙ্কায়। মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমতাবস্থায় বাজার ফেরতা এক ফুফাতো ভাই আমাকে বাসু'দার লন্ড্রি থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। গলির মুখে বাসু'দার লন্ড্রি। আমাকে একা একা রাস্তায় দেখে ডেকে তার লন্ড্রিতে বসিয়ে গল্প করে আটকে রেখেছেন। পরিচিত কেউ এলে সাথে করে পাঠিয়ে দিবেন এই আশায়।
তখন আমার বয়স বছর চারেক হবে। আমার স্মৃতিতে নেই সবটুকু। বড় ভাইবোনদের কল্যাণে পরে জেনেছি এ ঘটনা। দিনের আলোর বেশিরভাগ সময়ই ব্যয় করতাম এদিক-ওদিক ঘুরে। ঘুরে বেড়াবার তাড়না ভিতরে থাকলেও পুরোপুরি পর্যটক হয়ে উঠতে পারিনি কখনো। ঘুরে বেড়ানোর নেশা পেশাগত ব তাকে হারাতে পারেনি পুরোপুরিভাবে। তারপরও দেশের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশি চষে বেড়িয়েছি সযোগ পেলেই। দেশের বাইরেও পা ফেলেছি।
- নাম : ভ্রমণ স্বাস্থ্য
- লেখক: ডা. কামরুল আহসান
- প্রকাশনী: : কথাপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 144
- ভাষা : bangla
- ISBN : 9847012008416
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ : 2019