ইলম অর্জনের
জান্নাতের যাওয়ার সহজ রাস্তা হচ্ছে- ইলম অর্জন। নবী স. বলেন, “যে ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তা চলে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন।”( মুসলিম, অধ্যায়: দু‘আ, যিকির, তাওবা ও ইস্তেগফার। অনুচ্ছেদ: কুরআন তেলাওয়াত ও যিকিরের জন্য একত্রিত হওয়ার ফযীলত। হা/২৬৯৯, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত।)
ইসলামী শরীয়তে যে ইলমের কারণে বিদ্যানদের প্রশংসা করা হয়েছে, তা হচ্ছে সালাফে সালেহীনের মানহাজের ভিত্তিতে কুরআন ও সুন্নাহ থেকে গৃহীত ইলম।
ইলমের সম্মান ও মর্যাদার কারণে প্রত্যেক মুসলিম এই ইবাদত বাস্তবায়েন সচেষ্ট হবে। এটা অর্জনের ক্ষেত্রে পূর্ব যামানার নির্ভরযোগ্য বিদ্যানগণ যে পন্থা অবলম্বন করেছেন সে পথে চলবে। ইলম হাসিলের পন্থা বিভিন্ন ধরণের হওয়ার কারণে আমি একটি কিতাব প্রণয়ন করেছি, পবিত্র কুরআন ও ইলমী ‘মুতূন’ (ইলমের মূল কিতাবসমূহ) মুখস্থ করা এবং শরীয়তের জ্ঞান হাসিল করার সহজ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যাতে করে ইলমের প্রতি আগ্রহীরা লক্ষ্যে পৌঁছতে পারে। কিতাবটির নাম দিয়েছি, “পবিত্র কুরআন মুখস্থ ও শরয়ী ইলম অর্জনের সহজ নিয়ম।”
- নাম : ইলম অর্জনের
- লেখক: ড. আবদুল মুহসেন মুহাম্মাদ আল কাসেম
- অনুবাদক: শাইখ মুহা: আবদুল্লাহ আল কাফী মাদানী।
- প্রকাশনী: : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
- পৃষ্ঠা সংখ্যা : 304
- ভাষা : bangla & arabic
- বান্ডিং : paperback
- ISBN : 9789849101802
- প্রথম প্রকাশ: 2023