বদরুজ্জামান আলমগীর - বৃক্ষ একটি মনোহর
এতোদিন পর যখন পিছনে ফিরে দেখি- মনে হয়, কোনদিক দিয়ে আমরা এতো বড়সর হয়ে উঠেছি?
আমাদের বাচ্চাদের আমরা ইঞ্চিইঞ্চি করে টেনেটুনে ফুঁ দিয়েদিয়ে বড় করি; আমরা তো এতোগুলি ভাইবোন বনমোরগের সাথেসাথে সবার চোখের সামনে, সবার অলক্ষ্যে বড় হয়ে উঠি। অতঃপর উঠান জুড়ে ৯টি ছানা এলোপাথাড়ি ছোটাছুটি করে একদিন আলগোছে বড় হয়ে ওঠে।
পরস্পরের প্রাণে জন্মদাগের সমিলে বসে যায় ধুলার প্রতিভা ও স্মৃতিচিহ্নের দাগ। দিগন্ত আর হাওয়াজুড়ে ক্ষরণ ঝলমল করে! আজ এমন সুপ্রসন্ন দিনে আমার কেন বারবার গুনতিতে ভুল হয়? কুপিবাতির ৯টি ফুল কেন গুনে উঠতে পারি না, কেন বারবার আটে এসে থামে!
(বদরুজ্জামান আলমগীর : কুপিবাতির ৯টি কালো ফুল)
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন