আমার দেখা মুক্তিযুদ্ধ-১৯৭১
লক্ষ্মীরাণীর জন্ম না হইলেই কি ভাল হইতাে না? এমন প্রশ্ন কেন? এমন প্রশ্ন আসে এ কারণেই যে, লক্ষ্মীরাণী জন্মাবার ছ'মাস আগেই বাবা কলেরা রােগে মারা যান। লক্ষ্মীরাণীর ছয় মাস বয়সে, মা-ও অজানা রােগে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যে লক্ষ্মীকে এতিম করে পরপাড়ে | চলে যান। মা-বাবা তাদে তিন বছরের বিবাহিত জীবনের প্রেম-ভালবাসা, আদর-সােহাগ, যৌবনের আকাঙ্খিত তৃপ্তি নিবারণ ও উষ্ণানুভূতির নিদর্শণ, ফসল বা বংশের সাক্ষী হিসেবে লক্ষীকে রেখে, পৃথিবী থেকে চির বিদায় নিয়ে। অকালে পরপাড়ে চলে যান। বাগানের সর্বোৎকৃষ্ট ফুলটিকে, বৃক্ষ ফুলদানিতে | চরম অনিশ্চয়তার মধ্যে রেখে, সবেমাত্র বাগান স্থাপনকারী মালিদ্বয় সংসার। | বাগান অসমাপ্ত রেখে এমনিভাবে চলে যাবেন, তা কেউ জানতাে না।
এমন কি বাগানের নবযুগলটিও জানতাে না। দুই প্রান্তের দুই পাত্র-পাত্রী অনেক আশায় | বুক বেঁধে, হাজার স্বপ্নকে বুকে লালন করে পথ চলা শুরু করার কিঞ্চিত পরেই সে চলার সমাপ্তি ঘটলাে। চারিদিক থেকে সুখ-আনন্দের সুবাতাস সহযােগে, | জীবন-যৌবনের পরিতৃপ্তি সহকারে অত্যন্ত সুন্দরভাবে চলমান ছিল যে বাগান, সে সংসার বাগান অজানা কারণে হঠাৎ এক নির্মম বজ্রাঘাতে ধ্বংস হয়ে গেলে, কে মেনে নিতে পারে? তবুও মেনে নিয়ে ধরণীতে যুগের পর যুগ বাগান গড়া হচ্ছে বিরামহীনভাবে। তার হিসেব কেউ রাখে না। কিন্তু হঠাৎ করে বাগানের সমাপ্তি হলেই বেদনা নিয়ে আবার বিধির লীলাখেলার কথা চিন্তা করে। আবার বাগানের কাজের চাপে কখন যে সে কথা ভুলে যায় অজানা কারণে, তা কেউ বলতে পারে না। এমনি করে পর্যায়ক্রমে আসে বাগান গড়ার হাসি-কান্নাবেদনার নানাবিধ স্মৃতি বিজড়িত চমকৃত ঘটনার ঘৃণায়মান চক্র।
- নাম : আমার দেখা মুক্তিযুদ্ধ-১৯৭১
- লেখক: আলেক রোজারিও
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- ভাষা : bangla
- পৃষ্ঠা সংখ্যা : 223
- ISBN : 9789849041665
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015