
সীরাতে খাতামুল আম্বিয়া বিশ্ব নবীর জীবনী
কিতাবটির কলেবর যেন খুব বড় না হয়, এ কারণে আরবের ভৌগোলিক বর্ণনা, ইসলামপূর্ব আরব-আজমের সার্বিক পরিস্থিতি—যেগুলো নবী বরকতময় জীবনের সঙ্গে সাধারণত উল্লেখ করা হয় এবং তাঁর জীবনী আলোচনার সময় এগুলো বেশ উপকৃত করে।
সে সমস্ত বিষয় আলোচনা না করে নবীজি ও তাঁর ব্যক্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, শুধু সেগুলো তুলে ধরাকে আমরা যথেষ্ট মনে করেছি। ফলে এভাবে অল্প বয়ান-নীতি অবলম্বনের কারণে এই গ্রন্থের অপর নাম দিয়েছি 'আওজাজুস সিয়ার লিখাইরিল বাশার বা সর্বশ্রেষ্ঠ মানবের সংক্ষিপ্ত জীবনচরিত।
২. বইটি ছোট হলেও রাসুলজীবনের সবদিক ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ্, জানার প্রয়োজন এমন সব বিষয় কাহিনী এখানে যুক্ত করা হয়েছে।
৩. নবীজির বর্ণাঢ্যজীবনের যুদ্ধ ও তাঁর বহুবিয়ে সম্পর্কে ইসলামবিরোধীদের ফেতনা তৈরি করে এমন যে সমস্ত বক্তব্য রয়েছে, সেসব বিষয়ে সন্তোষ প্রকাশ করার মতো উত্তর দেওয়া হয়েছে।
৪. এ ছাড়া বইটির মূল উপজীব্য বিষয় হল, সিরাতের নির্ভরযোগ্য ও প্রামাণ্য গ্রন্থসমূহ। এগুলোর রেফারেন্স যথাস্থানে উল্লেখ করা হয়েছে। যেমন: ১. মিশকাতুল মাসাবিহ,
২. সিহাহসিত্তা (বুখারি, মুসলিম, তিরমিজি, নাসায়ি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং এ কিতাবগুলোর ব্যাখ্যাগ্রন্থসমূহ। ৩. কানজুল উম্মাল ।
৪. খাসায়িসুল কুবরা (আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রাহ.),
৫. আল-মাওয়াহিবুল লাদুন্নিয়া ।
৬. সিরাতে মুগলতায়ি ।
৭. সিরাতু ইবনে হিশাম ।
৮. কাজি ইয়াজ রাহ.-এর শিফা শরহে খাফফাজি
৯. সিরাতে হালাবিয়্যাহ।
১০. জাদুল মাআদ (আল্লামা ইবনেল কাইয়্যুম রাহ. )
১১. তারিখ ইবনে আসাকির।
১২. সুরুরুল মাহজুন (শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহ)।
১৩. আওজাজুস সিয়ার (শায়খ আহমাদ ইবনে ফারিস রহ)। ১৪. ‘নাশরুততীব' (আশরাফ আলি থানবি রহ)।
- নাম : সীরাতে খাতামুল আম্বিয়া বিশ্ব নবীর জীবনী
- লেখক: মুফতি মুহাম্মদ শফি রহ:
- প্রকাশনী: : ফুলদানী প্রকাশনী
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন